০৯:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ১৮ মে ২০২৪

ইউপি চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করলেন মোকাররম হোসেন সুজন

রংপুরের গঙ্গাচড়া উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিতে ইউপি চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন বিএনপি নেতা মোকাররম হোসেন সুজন।সে সাবেক বিএনপির উপজেলার সাবেক যুগ্ম সম্পাদক ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য।

বৃহস্পতিবার(২মে)দুপুরে এ তথ্য জানাগেছে,আলমবিদিতর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পদ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার(ইউএনও)কার্যালয়ে তিনি পদত্যাগপত্র জমা দেন।তিনি রংপুর জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য।এছাড়াও তিনি গঙ্গাচড়া উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির জ্যেষ্ঠ সদস্য পদে রয়েছেন।

গঙ্গাচড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ তামান্না বলেন,‘আলমবিদিতর ইউপি চেয়ারম্যান মোকারম হোসেন সুজনের পদত্যাগপত্র পেয়েছি।পদত্যাগপত্র পাওয়ার পর আমরা ওই ইউপির চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা করেছি।এখন থেকে ওই ইউপির চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন প্যানেল চেয়ারম্যান। এ বিষয়ে ইউপির সচিব বরাবর চিঠি পাঠানো হবে।

এ বিষয়ে মোকাররম হোসেন সুজন বলেন,জনগণ ভালোবেসেই ৪ বার ইউপি চেয়ারম্যান বানিয়েছে। ভালোবাসা থেকেই গঙ্গাচড়ার মানুষ আমাকে উপজেলা পরিষদে দেখতে চায়।গঙ্গাচড়াবাসীর চাওয়াকে প্রাধান্য দিয়ে আগামী ২৯ মে গঙ্গাচড়ায় ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণের জন্য চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি পত্রজমা দিয়েছি।তবে দলীয় সিদ্ধান্তের বাইরে নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি।

মোকাররম হোসেন সুজনের নির্বাচনে অংশ নেওয়া বিষয়ে জেলা বিএনপির আহবায়ক সাইফুল ইসলাম বলেন,রংপুর বিভাগের সকল পর্যায়ে বৈঠক করে এই সরকারের অধিনে কোনো নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তারপরও দলের সিদ্ধান্তের বাইরে যদি কেউ নির্বাচনে অংশ নেন, তাহলে জাতির সঙ্গে বেঈমানী করা হবে। আমরা এ বিষয়ে দলীয় সিদ্ধান্ত নিব। ইতিমধ্যে অমান্যকারীদের বিরুদ্ধে কেন্দ্রীয়ভাবে ব্যবস্থা নেওয়াও হচ্ছে।রংপুরের গঙ্গাচড়া উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিতে ইউপি চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন বিএনপি নেতা মোকাররম হোসেন সুজন।

ট্যাগ :

ইউপি চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করলেন মোকাররম হোসেন সুজন

প্রকাশিত : ০৮:২৩:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ মে ২০২৪

রংপুরের গঙ্গাচড়া উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিতে ইউপি চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন বিএনপি নেতা মোকাররম হোসেন সুজন।সে সাবেক বিএনপির উপজেলার সাবেক যুগ্ম সম্পাদক ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য।

বৃহস্পতিবার(২মে)দুপুরে এ তথ্য জানাগেছে,আলমবিদিতর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পদ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার(ইউএনও)কার্যালয়ে তিনি পদত্যাগপত্র জমা দেন।তিনি রংপুর জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য।এছাড়াও তিনি গঙ্গাচড়া উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির জ্যেষ্ঠ সদস্য পদে রয়েছেন।

গঙ্গাচড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ তামান্না বলেন,‘আলমবিদিতর ইউপি চেয়ারম্যান মোকারম হোসেন সুজনের পদত্যাগপত্র পেয়েছি।পদত্যাগপত্র পাওয়ার পর আমরা ওই ইউপির চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা করেছি।এখন থেকে ওই ইউপির চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন প্যানেল চেয়ারম্যান। এ বিষয়ে ইউপির সচিব বরাবর চিঠি পাঠানো হবে।

এ বিষয়ে মোকাররম হোসেন সুজন বলেন,জনগণ ভালোবেসেই ৪ বার ইউপি চেয়ারম্যান বানিয়েছে। ভালোবাসা থেকেই গঙ্গাচড়ার মানুষ আমাকে উপজেলা পরিষদে দেখতে চায়।গঙ্গাচড়াবাসীর চাওয়াকে প্রাধান্য দিয়ে আগামী ২৯ মে গঙ্গাচড়ায় ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণের জন্য চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি পত্রজমা দিয়েছি।তবে দলীয় সিদ্ধান্তের বাইরে নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি।

মোকাররম হোসেন সুজনের নির্বাচনে অংশ নেওয়া বিষয়ে জেলা বিএনপির আহবায়ক সাইফুল ইসলাম বলেন,রংপুর বিভাগের সকল পর্যায়ে বৈঠক করে এই সরকারের অধিনে কোনো নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তারপরও দলের সিদ্ধান্তের বাইরে যদি কেউ নির্বাচনে অংশ নেন, তাহলে জাতির সঙ্গে বেঈমানী করা হবে। আমরা এ বিষয়ে দলীয় সিদ্ধান্ত নিব। ইতিমধ্যে অমান্যকারীদের বিরুদ্ধে কেন্দ্রীয়ভাবে ব্যবস্থা নেওয়াও হচ্ছে।রংপুরের গঙ্গাচড়া উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিতে ইউপি চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন বিএনপি নেতা মোকাররম হোসেন সুজন।