০৬:৫২ অপরাহ্ন, সোমবার, ১৭ জুন ২০২৪

ফরিদপুর ভেজাল গুড় কারখানায় অভিযান”জড়িমানা সহ সিলগালা

ফরিদপুর সদর উপজেলার শিবরামপুরস্থ ছোট বটতলা নামক স্থানে অনুমোদনহীন ভেজাল গুড় ফ্যাক্টরীতে অভিযান করেছেন জেলা প্রশাসকের একটি টিম।
জেলা এনএসআই, ফরিদপুর কার্যালয় কর্তৃক প্রদত্ত তথ্যের ভিত্তিতে পরিচালক (অভ্যঃ) নির্দেশনায় আজ (২৬ মে)২৪ ইং তারিখ রবিবার বিকেল ৫টায় নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাজিদুর রহমানের নেতৃত্বে এ স্বপন কুমার শীল
পিতা- প্রিয়নাথ শীল এর নিজ মালিকানাধীন গুড়ের কারখানা হতে প্রস্তুতরত এবং মজুদ অবস্থায় অনুমোদনহীন প্রায় ২৪,০০০ কেজি ভেজাল গুড়  জব্দ করা হয়।
জানা যায় উক্ত  কারখানার  মালিক প্রায়  ৪/৫ বছর যাবত  ভেজাল গুড়  উৎপাদন ও বিপণনের  সাথে জড়িত। অনুমোদনহীন ভেজাল গুড়  উৎপাদন, মজুদ ও বাজারজাত করণের দায়ে কারখানার মালিককে ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা জরিমানা সহ কারখানাটি সিলগালা ও মালামাল বাজেয়াপ্ত  করা হয়।
কারখানায় ফিটকিরি, কাপড়ের রং, কোরিয়ান এক ধরনের আঠা,ঘন চিনি সহ বিভিন্ন ধরনের ক্যামিকেল ব্যবহার করে আখের গুড় তৈরী করা হতো। যা মানব দেহের জন্য মারাত্মক ক্ষতিকর বলে জানা যায়।
অভিয়ানে উপস্থিত ছিলেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর ও জেলা নিরাপদ খাদ্য ইন্সপেক্টর মোঃ বজলুল রশিদ খান,সহ পুলিশ সদস্য জেলা প্রশাসক কার্যালয়ে কর্মকর্তারা- কর্মচারীবৃন্দ।
ট্যাগ :
জনপ্রিয়

ফরিদপুর ভেজাল গুড় কারখানায় অভিযান”জড়িমানা সহ সিলগালা

প্রকাশিত : ০৯:৫৯:৩০ অপরাহ্ন, রবিবার, ২৬ মে ২০২৪
ফরিদপুর সদর উপজেলার শিবরামপুরস্থ ছোট বটতলা নামক স্থানে অনুমোদনহীন ভেজাল গুড় ফ্যাক্টরীতে অভিযান করেছেন জেলা প্রশাসকের একটি টিম।
জেলা এনএসআই, ফরিদপুর কার্যালয় কর্তৃক প্রদত্ত তথ্যের ভিত্তিতে পরিচালক (অভ্যঃ) নির্দেশনায় আজ (২৬ মে)২৪ ইং তারিখ রবিবার বিকেল ৫টায় নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাজিদুর রহমানের নেতৃত্বে এ স্বপন কুমার শীল
পিতা- প্রিয়নাথ শীল এর নিজ মালিকানাধীন গুড়ের কারখানা হতে প্রস্তুতরত এবং মজুদ অবস্থায় অনুমোদনহীন প্রায় ২৪,০০০ কেজি ভেজাল গুড়  জব্দ করা হয়।
জানা যায় উক্ত  কারখানার  মালিক প্রায়  ৪/৫ বছর যাবত  ভেজাল গুড়  উৎপাদন ও বিপণনের  সাথে জড়িত। অনুমোদনহীন ভেজাল গুড়  উৎপাদন, মজুদ ও বাজারজাত করণের দায়ে কারখানার মালিককে ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা জরিমানা সহ কারখানাটি সিলগালা ও মালামাল বাজেয়াপ্ত  করা হয়।
কারখানায় ফিটকিরি, কাপড়ের রং, কোরিয়ান এক ধরনের আঠা,ঘন চিনি সহ বিভিন্ন ধরনের ক্যামিকেল ব্যবহার করে আখের গুড় তৈরী করা হতো। যা মানব দেহের জন্য মারাত্মক ক্ষতিকর বলে জানা যায়।
অভিয়ানে উপস্থিত ছিলেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর ও জেলা নিরাপদ খাদ্য ইন্সপেক্টর মোঃ বজলুল রশিদ খান,সহ পুলিশ সদস্য জেলা প্রশাসক কার্যালয়ে কর্মকর্তারা- কর্মচারীবৃন্দ।