০৭:৩১ অপরাহ্ন, সোমবার, ২৪ জুন ২০২৪
উজানে অস্বাভাবিক বৃষ্টি

বিপৎসীমার ওপ‌রে সুরমার পানি

ভারতের চেরাপুঞ্জিতে অস্বাভাবিক বৃষ্টিপাতের কারণে পাহাড়ি ঢল নেমে সুনামগঞ্জের সব নদ-নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। গত ২৪ ঘণ্টায় জেলা পৌর শহরের ষোলঘর পয়েন্টে সুরমা নদীর পানি ৫৬ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। ছাতক পয়েন্টে এই নদীর পানি বিপৎসীমার ৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

পানি উন্নয়ন বোর্ড অফিসের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ছাতক পয়েন্টে সুরমা নদীর পানি ৪৮ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। শনিবার (১৫ জুন) সকাল ৯ টায় ছাতক পয়েন্টে নদীর পানি বিপৎসীমার ৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সুনামগঞ্জের পৌর শহরের ষোলঘর পয়েন্টে সুরমা নদীর পানি বিপৎসীমার ১৯ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় এ জেলায় ৭৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।

জানা যায়, একই সময়ে সুনামগঞ্জের উজানে ভারতের চেরাপুঞ্জিতে অস্বাভাবিক বৃষ্টিপাত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৯টা থেকে শনিবার সকাল ৯টা) সেখানে ৫১৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়। যার কারণে উজান থেকে পাহাড়ি ঢল নামছে। এর ফলে সুরমা, যাদুকাটা, চলতি চেলা, রক্তি, বৌলাই, খাসীয়ামার, কুশিয়ারাসহ সব নদ-নদী ও খাল নিয়ে পাহাড়ি ঢলের পানি নেমে আসছে তীব্র গতিতে। ঢলের পানি তীব্র হওয়ায় বন্যার আতঙ্ক দেখা দিয়েছে সুনামগঞ্জে।

সুনামগঞ্জ সদর উপজেলার ইব্রাহিমপুর গ্রামের বাসিন্দা ফজলুল মিয়া বলেন, ‌‘গতকাল শুক্রবার থেকে নদীতে দ্রুত পানি বাড়ছে। নদীর পাড়ে আমার কিছু গাছ ছিলো। সেগুলো পানির স্রোতে নিয়ে গেছে। আর একটু বাড়লে আমার বাড়িতেই পানি উঠে যাবে।’

হালুয়ার ঘাট এলাকার নৌকার মাঝি আব্দুল হান্নান বলেন, ‘নদীতে পানির বেগ অনেক বেশি। নৌকা আজ কথা শুনেছে না। নদী পারাপারের সময় ঘাটের সীমানা থেকে স্রোতে নৌকা অনেক দূরে চলে যাচ্ছে। পানি ঘণ্টায় ঘণ্টায় বাড়ছে।’

পানি বৃদ্ধি ও পাহাড়ি ঢলের বিষয়ে সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার বলেন, ‘যেভাবে ভারতের চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত হচ্ছে, এইভাবে যদি সেখানে বৃষ্টি অব্যাহত থাকে তাহলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। গত ২৪ ঘণ্টায় চেরাপুঞ্জিতে ৫১৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়া নির্ভর করে ভারতের বৃষ্টির ওপর।’

বিজনেস বাংলাদেশ/DS

জনপ্রিয়

রাসেলস ভাইপার সাপ নিয়ে আতঙ্কিত না হওয়ার আহবান: গোপালগঞ্জ স্বাস্থ্য বিভাগ

উজানে অস্বাভাবিক বৃষ্টি

বিপৎসীমার ওপ‌রে সুরমার পানি

প্রকাশিত : ০৪:৫৩:২১ অপরাহ্ন, শনিবার, ১৫ জুন ২০২৪

ভারতের চেরাপুঞ্জিতে অস্বাভাবিক বৃষ্টিপাতের কারণে পাহাড়ি ঢল নেমে সুনামগঞ্জের সব নদ-নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। গত ২৪ ঘণ্টায় জেলা পৌর শহরের ষোলঘর পয়েন্টে সুরমা নদীর পানি ৫৬ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। ছাতক পয়েন্টে এই নদীর পানি বিপৎসীমার ৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

পানি উন্নয়ন বোর্ড অফিসের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ছাতক পয়েন্টে সুরমা নদীর পানি ৪৮ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। শনিবার (১৫ জুন) সকাল ৯ টায় ছাতক পয়েন্টে নদীর পানি বিপৎসীমার ৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সুনামগঞ্জের পৌর শহরের ষোলঘর পয়েন্টে সুরমা নদীর পানি বিপৎসীমার ১৯ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় এ জেলায় ৭৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।

জানা যায়, একই সময়ে সুনামগঞ্জের উজানে ভারতের চেরাপুঞ্জিতে অস্বাভাবিক বৃষ্টিপাত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৯টা থেকে শনিবার সকাল ৯টা) সেখানে ৫১৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়। যার কারণে উজান থেকে পাহাড়ি ঢল নামছে। এর ফলে সুরমা, যাদুকাটা, চলতি চেলা, রক্তি, বৌলাই, খাসীয়ামার, কুশিয়ারাসহ সব নদ-নদী ও খাল নিয়ে পাহাড়ি ঢলের পানি নেমে আসছে তীব্র গতিতে। ঢলের পানি তীব্র হওয়ায় বন্যার আতঙ্ক দেখা দিয়েছে সুনামগঞ্জে।

সুনামগঞ্জ সদর উপজেলার ইব্রাহিমপুর গ্রামের বাসিন্দা ফজলুল মিয়া বলেন, ‌‘গতকাল শুক্রবার থেকে নদীতে দ্রুত পানি বাড়ছে। নদীর পাড়ে আমার কিছু গাছ ছিলো। সেগুলো পানির স্রোতে নিয়ে গেছে। আর একটু বাড়লে আমার বাড়িতেই পানি উঠে যাবে।’

হালুয়ার ঘাট এলাকার নৌকার মাঝি আব্দুল হান্নান বলেন, ‘নদীতে পানির বেগ অনেক বেশি। নৌকা আজ কথা শুনেছে না। নদী পারাপারের সময় ঘাটের সীমানা থেকে স্রোতে নৌকা অনেক দূরে চলে যাচ্ছে। পানি ঘণ্টায় ঘণ্টায় বাড়ছে।’

পানি বৃদ্ধি ও পাহাড়ি ঢলের বিষয়ে সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার বলেন, ‘যেভাবে ভারতের চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত হচ্ছে, এইভাবে যদি সেখানে বৃষ্টি অব্যাহত থাকে তাহলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। গত ২৪ ঘণ্টায় চেরাপুঞ্জিতে ৫১৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়া নির্ভর করে ভারতের বৃষ্টির ওপর।’

বিজনেস বাংলাদেশ/DS