০৪:২৬ অপরাহ্ন, সোমবার, ০১ জুলাই ২০২৪

শেরপুরে জমি নিয়ে বিরোধ, মিথ্যে চাঁদাবাজির মামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

শেরপুরে জমি নিয়ে পূর্ব বিরোধের জের ধরে স্থানীয় মসজিদ কমিটির সভাপতি ও গণ্যমান্য ব্যক্তিসহ একাধিক পরিবারের বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজির মামলা দায়েরে করা হয়েছে। এর জের ধরে ২৮ জুন শুক্রবার দুপুরে এলাকাবাসী মানববন্ধন করেছেন। জেলার শ্রীবরদী উপজেলার খড়িয়া এলাকায় ওই ঘটনা ঘটে। শুক্রবার জুম্মার নামাজের পর মসজিদের সকল মুসুল্লি একত্রিত হয়ে মানববন্ধন শেষে এর বিচার দাবি করে বক্তব্য রাখেন।

ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ক্রয়কৃত একটি জমির মালিকানা নিয়ে দীর্ঘ আট বছর যাবৎ দ্বন্দ্ব চলছিলো। পরবর্তীতে জমির মালিকানা নির্ধারণে আদালতে মামলা চলমান আছে। কিন্তু হঠাৎ করে অবৈধ দখলদার মো. জাহের উদ্দিন বাদি হয়ে শেরপুর সি.আর আমলী আদালতে ৩২৩, ৩৮৫ ও ৫০৬ ধারায় ৬ জনকে আসামি করে মামলা দায়ের করেন। যার নাম্বার ১৬২/২০২৪। এই মিথ্যা মামলা দায়েরের পরই এলাকায় তোলপাড় চলছে।

মামলার আসামি মো. সুরুজ আলী বলেন, আমার ভাই সহেদ আলী পার্শ্ববর্তী জাহের উদ্দিনের পরিবারের অংশী মালিকানা জমি সাবকাবলা করে নেন। সেই সময় বিক্রেতা আমাদের জমি মেপে বুঝিয়ে আমাদের দখলে দেন। কিন্তু এর পর হঠাৎ করে জাহের উদ্দিনের পরিবার আমাদের ক্রয়কৃত জমি জোর করে দখল করে নিয়ে ঘর তৈরি করে। পরবর্তীতে আদালতে মামলা দায়ের করা হয়। পরবর্তীতে আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে বিচারের অপেক্ষায় আছি এবং জোর করে দখলে গিয়ে আইনশৃঙ্খল পরিবেশ নষ্ট করিনি। কিন্তু হঠাৎ করে তারা আমাদের বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজির মামলা দিয়েছে। এটা মেনে নেয়ার মতো নয়। আমরা এর ন্যায় বিচার দাবি করছি।

অপর আসামি ছহেদ আলী বলেন, আমি কৃষক মানুষ। কষ্টে কিনা জমি দখল পাচ্ছিনা। আবার আমাকেই মিথ্যা চাঁদাবাজির মামলার আসামি করলো। তাহলে দেশে বিচার কি থাকলো। আমি এর বিচার চাই।

অপরদিকে মামলার বাদী জাহের আলী বলেন, আমার বিরুদ্ধে তারা মামলা করেছে। তাই আমিও তাদের বিরুদ্ধে মামলা করেছি।

বিজনেস বাংলাদেশ/একে

ট্যাগ :

শেরপুরে জমি নিয়ে বিরোধ, মিথ্যে চাঁদাবাজির মামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

প্রকাশিত : ১২:৫৭:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৯ জুন ২০২৪

শেরপুরে জমি নিয়ে পূর্ব বিরোধের জের ধরে স্থানীয় মসজিদ কমিটির সভাপতি ও গণ্যমান্য ব্যক্তিসহ একাধিক পরিবারের বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজির মামলা দায়েরে করা হয়েছে। এর জের ধরে ২৮ জুন শুক্রবার দুপুরে এলাকাবাসী মানববন্ধন করেছেন। জেলার শ্রীবরদী উপজেলার খড়িয়া এলাকায় ওই ঘটনা ঘটে। শুক্রবার জুম্মার নামাজের পর মসজিদের সকল মুসুল্লি একত্রিত হয়ে মানববন্ধন শেষে এর বিচার দাবি করে বক্তব্য রাখেন।

ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ক্রয়কৃত একটি জমির মালিকানা নিয়ে দীর্ঘ আট বছর যাবৎ দ্বন্দ্ব চলছিলো। পরবর্তীতে জমির মালিকানা নির্ধারণে আদালতে মামলা চলমান আছে। কিন্তু হঠাৎ করে অবৈধ দখলদার মো. জাহের উদ্দিন বাদি হয়ে শেরপুর সি.আর আমলী আদালতে ৩২৩, ৩৮৫ ও ৫০৬ ধারায় ৬ জনকে আসামি করে মামলা দায়ের করেন। যার নাম্বার ১৬২/২০২৪। এই মিথ্যা মামলা দায়েরের পরই এলাকায় তোলপাড় চলছে।

মামলার আসামি মো. সুরুজ আলী বলেন, আমার ভাই সহেদ আলী পার্শ্ববর্তী জাহের উদ্দিনের পরিবারের অংশী মালিকানা জমি সাবকাবলা করে নেন। সেই সময় বিক্রেতা আমাদের জমি মেপে বুঝিয়ে আমাদের দখলে দেন। কিন্তু এর পর হঠাৎ করে জাহের উদ্দিনের পরিবার আমাদের ক্রয়কৃত জমি জোর করে দখল করে নিয়ে ঘর তৈরি করে। পরবর্তীতে আদালতে মামলা দায়ের করা হয়। পরবর্তীতে আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে বিচারের অপেক্ষায় আছি এবং জোর করে দখলে গিয়ে আইনশৃঙ্খল পরিবেশ নষ্ট করিনি। কিন্তু হঠাৎ করে তারা আমাদের বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজির মামলা দিয়েছে। এটা মেনে নেয়ার মতো নয়। আমরা এর ন্যায় বিচার দাবি করছি।

অপর আসামি ছহেদ আলী বলেন, আমি কৃষক মানুষ। কষ্টে কিনা জমি দখল পাচ্ছিনা। আবার আমাকেই মিথ্যা চাঁদাবাজির মামলার আসামি করলো। তাহলে দেশে বিচার কি থাকলো। আমি এর বিচার চাই।

অপরদিকে মামলার বাদী জাহের আলী বলেন, আমার বিরুদ্ধে তারা মামলা করেছে। তাই আমিও তাদের বিরুদ্ধে মামলা করেছি।

বিজনেস বাংলাদেশ/একে