স্থায়ী ক্যাম্পাসের ডিপিপি অনুমোদনের দাবীতে ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে এবার উত্তরাঞ্চল-ঢাকা রেলপথ অবরোধ করেছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বুধবার (১৩ আগষ্ট) সকাল ৯ টায় উল্লাপাড়া রেলওয়ে স্টেশন এলাকায় রেলপথ ব্লকেড কর্মসূচি শুরু করছে শিক্ষার্থীরা।
এ সময় শিক্ষার্থীরা জানান, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের ডিপিপি দ্রুত অনুমোদনের দাবীতে ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে রোববার (১০ আগষ্ট, ২০২৫) হাটিকুমরুল গোলচত্বরে এলাকায় মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। ওই সময় সরকারকে আমরা ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে বলেছিলাম সরকারের কোন পক্ষ থেকে ইতিবাচক সাড়া না পেলে রেলপথ ব্লকেড করা হবে। বুধবার ৪৮ ঘণ্টা শেষ হয়েছে। তাই উল্লাপাড়া স্টেশন এলাকায় রেলপথ ব্লকেড করে কর্মসূচি পালন করা হচ্ছে। যে পর্যন্ত আমাদের দাবি পূরণ না হবে সে পর্যন্ত কর্মসূচি চলছে।
এর আগ সোমবার (১১ আগষ্ট) সকালে ঢাকা-পাবনা মহাসড়ক বন্ধ করে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা পাঁচটি বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান করে। মঙ্গলবার (১২ আগষ্ট) একই স্থানে সেমিনরাও অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, প্রতিষ্ঠার নয় বছরেও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অঙ্কের ডিপিপি অনুমোদন না হওয়ায় আন্দোলন করে আসছে শিক্ষার্থীরা। তাদের আন্দোলনের সাথে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরাও একাত্মতা প্রকাশ করেছে। গত ১৯ জানুয়ারি থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত একটানা কর্মসূচিতে মহাসড়ক অচল করে দেয় শিক্ষার্থীরা। তখন সরকারের পক্ষ থেকে আশ্বস্ত করায় আন্দোলন স্থগিত করা হয়। এরপর ৬ মাসেও ডিপিপি অনুমোদন না হওয়ায় ২৬ জুলাই রবীন্দ্র বিশ্ববিদ্যালয় দিবসের কর্মসূচি বয়কটের মধ্য দিয়ে পূণরায় আন্দোলন শুরু হয়।
ডিএস./