গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো: ফাহিদুল ইসলাম আগামী ২১ থেকে ২৩ আগস্ট ২০২৫ পর্যন্ত তিন দিনের সরকারি সফরে চট্টগ্রামে আসছেন। এ সময় তিনি চট্টগ্রাম বন্দর ও বাংলাদেশ রেলওয়ের গুরুত্বপূর্ণ স্থাপনা পরিদর্শন করবেন, বোর্ড সভায় যোগ দেবেন এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন।
সফরসূচি অনুযায়ী, সচিব ২১ আগস্ট (বৃহস্পতিবার) সকালে উত্তরাস্থ নিজ বাসভবন থেকে যাত্রা শুরু করে সকাল ৯টা ৪০ মিনিটে ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চট্টগ্রামের উদ্দেশে রওনা হবেন। সকাল ১০টা ৩৫ মিনিটে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তিনি সরাসরি চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল কাম অফ-ডকের নির্মাণ কার্যক্রম পরিদর্শন করবেন। পরে দুপুরে তিনি নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিদর্শন করবেন। এদিন দুপুর ৩টায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সম্মেলন কক্ষে সিসিবিএল (Chittagong Container Transportation Co. Ltd)-এর ৫৩তম বোর্ড সভায় অংশগ্রহণ করবেন। প্রথম দিনের কর্মসূচি শেষে তিনি সিআরবিস্থ রেলওয়ে ভিআইপি রেস্ট হাউজে অবস্থান করবেন।
পরবর্তী দিন ২২ আগস্ট (শুক্রবার) সকালে সচিব বাংলাদেশ রেলওয়ের মহাব্যবস্থাপক (পূর্ব)-এর কার্যালয় পরিদর্শন করবেন। এরপর দুপুরে নামাজ ও মধ্যাহ্ন ভোজ শেষে তিনি পাহাড়তলী রেলওয়ে ওয়ার্কশপসহ বিভিন্ন স্থাপনা ঘুরে দেখবেন। সেদিনও তিনি সিআরবি ভিআইপি রেস্ট হাউজে অবস্থান করবেন।
শেষ দিন ২৩ আগস্ট (শনিবার) সকালে সচিব শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করবেন। বেলা ১১টা ৫ মিনিটে ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইটে চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়ে দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন। পরে তিনি উত্তরাস্থ নিজ বাসভবনে ফিরবেন।
রেলপথ মন্ত্রণালয়ের এ সরকারি সফর নির্বিঘ্ন ও সফল করতে ইতোমধ্যে চট্টগ্রামের জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বাংলাদেশ রেলওয়ে (পূর্বাঞ্চল) এবং সংশ্লিষ্ট অন্যান্য দপ্তরকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। সফরকালীন সময়ে সচিব বন্দরনগরীর অবকাঠামো উন্নয়ন, রেলওয়ের কার্যক্রম এবং চলমান প্রকল্পগুলোর অগ্রগতি সরেজমিনে মূল্যায়ন করবেন বলে জানা গেছে।
ডিএস.