গাজীপুরের কালিয়াকৈরে ৯ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে কালিয়াকৈর থানা পুলিশ। (২১ আগস্ট) বৃহস্পতিবার দুপুরে মৌচাক ইউনিয়নের মাটিকাটা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যাক্তি হলেন গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার সাত ভাই গ্রামের মৃত মগা মিয়ার ছেলে কফিল উদ্দিন (৫০) । সে কালিয়াকৈর পৌরসভাস্থ দিঘীরপাড় বটতলা এলাকায় বাসা ভাড়া থাকে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে শিশুটি খেলতে বের হলে অভিযুক্ত ব্যক্তি তাকে ৫০ টাকার লোভ দেখিয়ে মাটিকাটা এলাকায় সরকারি গজারি বনের ভিতরে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করার চেষ্টা করে। শিশুটি পালিয়ে এসে স্থানীয়দের ঘটনাটি জানায়। পরে এলাকাবাসী অভিযুক্তকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয়।
কালিয়াকৈর থানার মৌচাক পুলিশ ফাঁড়ির উপ -পরিদর্শক (এসআই) আলমগীর হোসেন বলেন, অভিযুক্তকে থানায় হস্তান্তর করা হয়েছে ।এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ডিএস./