সুস্থ দেহ সুস্থ মন চাই বিনোদন এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সিরাজগঞ্জের শাহজাদপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির গাঁড়াদহ ইউনিয়ন কর্তৃক আয়োজিত ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২১ আগষ্ট) বিকেলে উপজেলার গাঁড়াদহ ইউনিয়নের তালগাছি আবু ইসহাক উচ্চ বিদ্যালয় মাঠে এ ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।
উক্ত ফুটবল খেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী গাঁড়াদহ ইউনিয়ন শাখার সহ-সেক্রেটারী আলহাজ্ব মাওঃ মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী শাহজাদপুর উপজেলা শাখার আমীর অধ্যাপক মোঃ মিজানুর রহমান,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ জেলা সেক্রেটারী মোঃ রেজওয়ানুল্লাহ শোয়াইব,বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বাংলাদেশ উপজেলা পশ্চিম শাখার সভাপতি মোঃ মঈনুল ইসলামসহ ছাত্রশিবিরের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ডিএস