কুমিল্লায় পদুয়ার বাজার বিশ্বরোড় ইউটার্ন মোর ঘুরার সময় চলন্ত প্রাইভেটকারের ওপর একটি কাভার্ডভ্যান উল্টে পড়েছে। এতে ঘটনাস্থলেই ৪ জন নিহত হয়েছেন।
শুক্রবার (২২ আগস্ট) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার হোটেল নূরজাহান এলাকায় ইউটার্নে এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।
ঘটনাস্থলে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, পদুয়ার বাজার বিশ্বরোড ইউ-টার্ন এলাকায় কাভার্ড ভ্যান উল্টে গেলে এর নিচে চাপা পড়ে একটি প্রাইভেটকার ও একটি সিএনজি। এই ঘটনায় প্রাইভেটকারে থাকা একই পরিবারের চারজন ঘটনাস্থলেই নিহত হন।
নিহতরা হলেন কুমিল্লার বরুড়া উপজেলার হোসেনপুর গ্রামের বাসিন্দা উমর আলী (৮০), তার স্ত্রী নূরজাহান (৬০), বড় ছেলে অবসরপ্রাপ্ত ব্যাংকার আবুল হাশেম (৫০), এবং ছোট ছেলে আবুল কাশেম (৪৫)।
ময়নামতি হাইওয়ে থানার ইনচার্জ আনিসুর রহমান জানান, দুর্ঘটনায় নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে এবং আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে।
ডিএস./