ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রেললাইনের পাশ থেকে পরিচয়বিহিন অজ্ঞাত আনুমানিক (৫০) বছর বয়সী এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। শুক্রবার (২২ আগস্ট) সকালে রেলওয়ে পুলিশ আখাউড়া চট্টগ্রাম রেলপথের পৌরশহরের দেবগ্রাম দক্ষিণ পাড়া কবরস্থান সংলগ্ন রেললাইনের পাশ থেকে লাশটি উদ্ধার করেছেন বলে জানা যায়।
জানা যায়, শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে ওই ব্যক্তির লাশ আখাউড়া চট্টগ্রাম রেলপথের দেবগ্রাম এলাকায় রেললাইনের পাশে পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন প্রশাসনকে খবর দিলে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।
এ ব্যাপারে আখাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম সফিকুল ইসলাম জানান, আমরা এখনও নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করতে পারিনি তাই নিহতের পরিচয় শনাক্তে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) বিশেষজ্ঞ দলকে খবর দেওয়া হয়েছে। পাশাপাশি নিহত ব্যাক্তির মৃত্যুর কারণ উদঘাটনে এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য উদ্ধার করা লাশ ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরবর্তীতে আমরা বিস্তারিত জানাতে পারবো।
ডিএস./












