সিরাজগঞ্জে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং দুর্নীতি প্রতিরোধের লক্ষ্যে শুরু হয়েছে (দুর্নীতি দমন কমিশন) দুদকের ১৮১ তম গণ শুনানী। ১৩৪টি অভিযোগের উপর এই গণশুনানী অনুষ্ঠিত হয়।
রোববার (২৪ আগষ্ট) সকালে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে গণশুনানি উদ্বোধন করে প্রধান অতিথি দুদকের কমিশনার ( তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী।
উদ্বোধনকালে তিনি বলেন, সুনীতি নয় তাই দুর্নীতি। সেবাদাতা ও সেবাগ্রহীতার মধ্যে দ্বন্দ্ব ও অনৈতিক কর্মকান্ডের কারণে দুর্নীতির প্রসার ঘটে। ছোট ছোট অসংগতি দিনে দিনে কিভাবে ক্ষোভের বিদ্রোহ ছড়িয়ে পড়ে তা বিগত গণহত্যাকারী পতিত সরকার হাড়ে হাড়ে টের পেয়েছে। এর চেয়ে আর ভাল উদাহরণ হতে পারে না।
তিনি বলেন, বর্তমান দুর্নীতি দমন কমিশন জিরো টলারেন্স নীতিতে চলছে, চলবে। আর দুর্নীতি নয়, দুর্নীতি নির্মূল করে সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলাই গণশুনানির উদ্দেশ্য।
দুদক পাবনা সমন্বিত জেলা কার্যালয় আয়োজিত ও সিরাজগঞ্জ জেলা প্রশাসনের সহযোগিতায় গণশুনানিতে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম। এতে স্বাগত বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশনের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো. ফজলুল হক। এছাড়াও দুদকের মহাপরিচালক ( প্রতিরোধ) মো. আখতার হোসেন, মহাপরিচালক (তদন্ত-১) মুহাম্মদ রেজাউল করিম ও পুলিশ সুপার মো. ফারুক হোসেন বক্তব্য রাখেন।
এসময় গণমাধ্যমকর্মীদের উপস্থিতে দাখিল হওয়া ১৩৪ অভিযোগ শুনানিতে মডারেটের দায়িত্ব পালন করছেন জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম।
গণশুনানীতে অংশ নেন বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ, ছাত্র-জনতা ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারি।
ডিএস./












