কুমিল্লার দাউদকান্দি উপজেলায় প্রবাসীর ভাইকে কুপিয়ে হত্যার চেষ্টা চালানোর অভিযোগে মোঃ নাঈম হোসেন নামের এক যুবককে গ্রেপ্তার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ।শুক্রবার (২২ আগস্ট) দিবাগত ভোর ৪ টায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গোয়ালমারী ইউনিয়নের দক্ষিণ নছরুদ্দি গ্রাম থেকে বিশেষ অভিযান চালিয়ে মোঃ নাঈম হোসেনকে (২৬) গ্রেপ্তার করে পুলিশ। তবে অন্য আসামিরা এখনও পলাতক রয়েছেন।
মোঃ নাঈম হোসেন খুলনা জেলার রূপসা উপজেলার দুরজনী মহল (আব্দুল্লা মোড়, মল্লিক বাড়ি) গ্রামের মোঃ জাহিদ হোসেনের ছেলে। সে বর্তমানে দাউদকান্দি পৌরসভার পশ্চিম মাইজপাড়া এলাকায় বসবাস করছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২০ জুন উপজেলার নুরপুর এলাকায় প্রবাসী শাহ আলমের ছোট ভাই মোঃ সোহেল মীরকে পূর্ব শত্রুতার জের ধরে গ্রেপ্তারকৃত মোঃ নাঈম হোসেনসহ কয়েকজন সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে প্রবাসীর ভাইয়ের ওপর হামলা চালায়। তিনি গুরুতর আহত হয়ে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
দাউদকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) জুনায়েত চৌধুরী জানান, প্রাথমিক তদন্তে ঘটনাটি পূর্ব শত্রুতার জের ধরেই ঘটেছে বলে জানা গেছে। মোঃ সোহেল মীরকে হত্যাচেষ্টা মামলায় মোঃ নাঈম হোসেন এজাহার নামীয় ৭ নম্বর আসামী। গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে এবং অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।












