আনোয়ারা উপজেলার ২নং বারশত ইউনিয়নের বোয়ালিয়া বায়তুন নুর কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন আগামী ২৯ আগস্ট ২০২৫ ইং তারিখ সকাল ১০টায় অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন প্রধান অতিথি হিসেবে এবং সাবেক সংসদ সদস্য (চট্টগ্রাম-১৩) সরওয়ার জামাল নিজাম প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন।
এ উপলক্ষে আনোয়ারা উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আজ মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেল ৫টায় উপজেলার কাফকো সেন্টারে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির নেতা এম এ মঞ্জুর উদ্দিন।
প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন, বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ।
তাদের মধ্যে উল্লেখযোগ্য এডভোকেট ফজুল আলামিন,বিএপি মোজাম্মেল হক সাইফুল, আবু কালাম আবু, আনোয়ারা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবির আনসার, আলহাজ্ব হাসান চেম্বার, জাহেদ চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুব দলের সভাপতি শাহাজাহান, বাংলাদেশ জাতীয়বাদী শহীদ জিয়ার প্রজন্ম দলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক আবু তাহের।
মসজিদ উদ্বোধনকে কেন্দ্র করে আনোয়ারা উপজেলার বিভিন্ন পয়েন্টে গেইট নির্মাণ করা হচ্ছে। পাশাপাশি পোস্টার, ব্যানার, ফেস্টুনে পুরো উপজেলা সেজে উঠেছে উৎসবমুখর পরিবেশে। স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এলাকাজুড়ে ব্যাপক প্রচারণা চালাচ্ছেন।
সভায় বক্তারা বলেন, দীর্ঘ প্রতীক্ষার পর আনোয়ারা উপজেলার বোয়ালিয়া বায়তুন নুর কেন্দ্রীয় জামে মসজিদের উদ্বোধন স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিদের জন্য এক আনন্দের বার্তা।
তারা আরও বলেন, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ডা. শাহাদাত হোসেন ও প্রধান বক্তা হিসেবে সরওয়ার জামাল নিজামের উপস্থিতি কেবল আনোয়ারার মানুষের জন্যই নয়, সমগ্র দক্ষিণ চট্টগ্রামের রাজনৈতিক অঙ্গনে তাৎপর্যপূর্ণ হয়ে উঠবে।
নেতৃবৃন্দ জানান, অনুষ্ঠানের সুষ্ঠু আয়োজনে সবধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে এবং অনুষ্ঠানে ব্যাপক উপস্থিতি নিশ্চিত করতে কার্যক্রম গ্রহণ করা হয়েছে।
ডিএস./












