গাজীপুরের কাপাসিয়ার যুবলীগ, শ্রমিকলীগ নেতাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদক অধিদপ্তর। আজ দিনব্যাপী উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, কাপাসিয়া উপজেলা শাখা যুবলীগের সদস্য সজীব ঘোষ (৩২), কাপাসিয়া উপজেলা শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক বড়হর এলাকার লিটন (৪৫) ও নরসিংহপুর এলাকার নেতা মানিক (৩৫)।
জানা গেছে, গাজীপুর জেলা মাদক অধিদপ্তর কাপাসিয়ার বিভিন্ন এলাকায় দিনব্যাপী এক বিশেষ অভিযান চালায়। এ সময় কাপাসিয়া শহরের কলেজ রোড এলাকার বাড়ি থেকে যুবলীগ নেতা সজীব ঘোষকে আটক করে। এ সময় কিছু সংখ্যক ইয়াবা, ব্যবহারের সরঞ্জাম জব্দ করে। পরে সজীবকে সঙ্গে নিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় সজীবের দেয়া তথ্যানুযায়ী আরও ৩ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। সজীব কাপাসিয়া শহরের একজন বড় ইয়াবা ব্যবসায়ী বলে জানা গেছে। সজীব ঘোষ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রাজীব ঘোষের বড় ভাই বলে জানা গেছে।
গাজীপুর মাদক অধিদপ্তরের সহকারি পরিচালক এসএম রাসেল ইসলাম নূর বাংলাদেশ প্রতিদিনকে বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের তালিকানুযায়ী বিভিন্ন এলাকায় অভিযান চলছে। তারই ধারাবাহিক অভিযান কাপাসিয়ায়। এ ঘটনায় মাদক অধিদপ্তর বাদি হয়ে কাপাসিয়া থানায় একটি অভিযোগ দেয়া হয়েছে।
মামলার বিষয়টি কাপাসিয়া থানার ওসি আবু বকর সিদ্দিক নিশ্চিত করেছেন।












