০৫:১৬ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫

তারেক রহমানের নির্দেশনায় ঢাকা-১৮ আসনে ধানের শীষের প্রার্থীর মনোনয়ন দাখিল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকনির্দেশনায় ঢাকা-১৮ সংসদীয় আসনে ধানের শীষের প্রার্থী এস এম জাহাঙ্গীর আজ বিভাগীয় কমিশনের কার্যালয়ে তাঁর মনোনয়নপত্র দাখিল করেছেন।

আজ নির্ধারিত সময়ে তিনি নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন। এ সময় তাঁর সঙ্গে বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। মনোনয়ন দাখিলের পর নেতাকর্মীদের উদ্দেশে দেওয়া বক্তব্যে এস এম জাহাঙ্গীর বলেন, “দেশের চলমান রাজনৈতিক সংকট উত্তরণ এবং জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে আন্দোলনের ডাক দিয়েছেন, তার অংশ হিসেবেই আমি এই নির্বাচনে অংশ নিচ্ছি।”

তিনি আরও বলেন, তারেক রহমান ঘোষিত ৩১ দফা রাষ্ট্র সংস্কার কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যেই বিএনপি নির্বাচনী মাঠে রয়েছে। ঢাকা-১৮ আসনের সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে অবহেলিত উল্লেখ করে তিনি বলেন, এই এলাকার শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও নাগরিক সেবার মৌলিক সমস্যাগুলো সমাধানে তিনি কাজ করবেন।

মনোনয়ন দাখিল উপলক্ষে কমিশন কার্যালয়ের আশপাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক অবস্থান দেখা যায়। তবে পুরো কার্যক্রম শান্তিপূর্ণ পরিবেশেই সম্পন্ন হয়।রাজনৈতিক বিশ্লেষকদের মতে, রাজধানীর গুরুত্বপূর্ণ ও কৌশলগত আসন ঢাকা-১৮-তে বিএনপির প্রার্থীর মনোনয়ন দাখিল নির্বাচনী রাজনীতিতে নতুন গতি সঞ্চার করবে। বিশেষ করে তারেক রহমানের প্রত্যক্ষ নেতৃত্বে বিএনপির মাঠে সক্রিয় উপস্থিতি আগামী দিনে রাজনৈতিক সমীকরণে তাৎপর্যপূর্ণ প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

ব্যারিস্টার রুমিন ফারহানার মনোনয়নপত্র জমা

তারেক রহমানের নির্দেশনায় ঢাকা-১৮ আসনে ধানের শীষের প্রার্থীর মনোনয়ন দাখিল

প্রকাশিত : ০৩:৫৫:০৫ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকনির্দেশনায় ঢাকা-১৮ সংসদীয় আসনে ধানের শীষের প্রার্থী এস এম জাহাঙ্গীর আজ বিভাগীয় কমিশনের কার্যালয়ে তাঁর মনোনয়নপত্র দাখিল করেছেন।

আজ নির্ধারিত সময়ে তিনি নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন। এ সময় তাঁর সঙ্গে বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। মনোনয়ন দাখিলের পর নেতাকর্মীদের উদ্দেশে দেওয়া বক্তব্যে এস এম জাহাঙ্গীর বলেন, “দেশের চলমান রাজনৈতিক সংকট উত্তরণ এবং জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে আন্দোলনের ডাক দিয়েছেন, তার অংশ হিসেবেই আমি এই নির্বাচনে অংশ নিচ্ছি।”

তিনি আরও বলেন, তারেক রহমান ঘোষিত ৩১ দফা রাষ্ট্র সংস্কার কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যেই বিএনপি নির্বাচনী মাঠে রয়েছে। ঢাকা-১৮ আসনের সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে অবহেলিত উল্লেখ করে তিনি বলেন, এই এলাকার শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও নাগরিক সেবার মৌলিক সমস্যাগুলো সমাধানে তিনি কাজ করবেন।

মনোনয়ন দাখিল উপলক্ষে কমিশন কার্যালয়ের আশপাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক অবস্থান দেখা যায়। তবে পুরো কার্যক্রম শান্তিপূর্ণ পরিবেশেই সম্পন্ন হয়।রাজনৈতিক বিশ্লেষকদের মতে, রাজধানীর গুরুত্বপূর্ণ ও কৌশলগত আসন ঢাকা-১৮-তে বিএনপির প্রার্থীর মনোনয়ন দাখিল নির্বাচনী রাজনীতিতে নতুন গতি সঞ্চার করবে। বিশেষ করে তারেক রহমানের প্রত্যক্ষ নেতৃত্বে বিএনপির মাঠে সক্রিয় উপস্থিতি আগামী দিনে রাজনৈতিক সমীকরণে তাৎপর্যপূর্ণ প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ডিএস./