গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উদ্যোগে মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার নদীবিধৌত চরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যে বাস্তবায়নাধীন সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প এর আওতায় গজারিয়ায় সুফলভোগীদের মাঝে প্রাণী বিতরণ করা হয়েছে।
সোমবার দুপুর ২টায় গজারিয়া উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল প্রাঙ্গণে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে গজারিয়া উপজেলার চারটি ইউনিয়ন—হোসেন্দী, বাউশিয়া, গুয়াগাছিয়া ও গজারিয়া ইউনিয়নের মোট ১০১ জন সুফলভোগীর মাঝে প্রাণী বিতরণ করা হয়। প্রত্যেক সুফলভোগীকে একটি করে ভেড়া ও দুটি করে ভেড়ী প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এম. এ. জলিল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রিগান মোল্লা। এছাড়াও উপস্থিত ছিলেন ভেটেরিনারি সার্জন ডা. রকিবুল হাসান,প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা সৈয়দা আশিকা হায়দারীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
প্রকল্পের পরিচালক ডা. আব্দুল রহিমের তত্ত্বাবধানে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, গজারিয়া এ কার্যক্রম বাস্তবায়ন করে।
বক্তারা বলেন, চরাঞ্চলের দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং আর্থসামাজিক উন্নয়নে এ প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রাণিসম্পদ লালনের মাধ্যমে সুফলভোগীরা স্বাবলম্বী হওয়ার পাশাপাশি পুষ্টি চাহিদা পূরণেও সক্ষম হবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।অনুষ্ঠান শেষে সুফলভোগীরা সরকারের এ উদ্যোগের জন্য সন্তোষ প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানান।
ডিএস./



















