০৩:৪৮ অপরাহ্ন, রবিবার, ০৪ জানুয়ারী ২০২৬

ভেনেজুয়েলার রাজধানীসহ আরও কয়েক জায়গায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র, জানাল ভেনেজুয়েলা

রাজধানী কারাকাস ছাড়াও আরও কয়েক জায়গায় যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছে বলে জানিয়েছে ভেনেজুয়েলা। শনিবার (৩ জানুয়ারি) মধ্যরাতে ভেনেজুয়েলার বিভিন্ন জায়গা বিস্ফোরণে কেঁপে ওঠে।

দেশটি যুক্তরাষ্ট্রের এ হামলাকে ‘সামরিক আগ্রাসন’ হিসেবে অভিহিত করেছে।

বিবৃতিতে ভেনেজুয়েলার সরকার বলেছে, রাজধানী কারাকাস ছাড়াও মিরান্ডা এবং লা গুইরাতে সামরিক অবকাঠামো ও সাধারণ মানুষের ওপর হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।

স্থানীয় সময় রাত ২টার সময় রাজধানী কারাকাসের অন্তত সাত জায়গায় বিস্ফোরণের শব্দ শোনা যায়। ওই সময় খুব নিচ থেকে বিমান উড়ে যাওয়ার শব্দও পাওয়া যায়।

সরকার জানিয়েছে, প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সংবিধান ও জাতীয় নিরাপত্তা আইন অনুযায়ী ‘সঠিক সময় ও পরিস্থিতিতে’ সামরিক পরিকল্পনা বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন।

এদিকে হামলার পর যুক্তরাষ্ট্র তাদের নাগরিকদের ভেনেজুয়েলা ও দেশটির সীমান্ত এলাকায় ভ্রমণ না করার নির্দেশনা দিয়েছে। বোগোতায় অবস্থিত মার্কিন দূতাবাস বলেছে তারা ভেনেজুয়েলার রাজধানী ও আশপাশের এলাকায় বিস্ফোরণ হওয়ার ব্যাপারে অবগত।

অপর এক নির্দেশনায় নিজ নাগকিদের দ্রুত সময়ের মধ্যে ভেনেজুয়েলা ছাড়া অথবা নিরাপদ আশ্রয়ে থাকার কথা বলেছে। সঙ্গে পরিবারের সঙ্গে একাধিক মাধ্যমে যোগাযোগ রাখার কথাও বলেছে তারা।

নির্দেশনায় আরও বলা হয়েছে যুক্তরাষ্ট্রের সরকার ২০১৯ সালে ভেনেজুয়েলা থেকে নিজেদের সব কূটনীতিককে প্রত্যাহার করেছে এবং দেশটিতে সব ধরনের কার্যক্রম বন্ধ করে দিয়েছে।

সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, হামলার পর ভেনেজুয়েলায় উদ্বিগ্ন নিরবতা লক্ষ্য করা যাচ্ছে।

সূত্র: আলজাজিরা

ডিএস./

জনপ্রিয়

ভেনেজুয়েলার রাজধানীসহ আরও কয়েক জায়গায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র, জানাল ভেনেজুয়েলা

প্রকাশিত : ০৩:৪২:৫৬ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬

রাজধানী কারাকাস ছাড়াও আরও কয়েক জায়গায় যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছে বলে জানিয়েছে ভেনেজুয়েলা। শনিবার (৩ জানুয়ারি) মধ্যরাতে ভেনেজুয়েলার বিভিন্ন জায়গা বিস্ফোরণে কেঁপে ওঠে।

দেশটি যুক্তরাষ্ট্রের এ হামলাকে ‘সামরিক আগ্রাসন’ হিসেবে অভিহিত করেছে।

বিবৃতিতে ভেনেজুয়েলার সরকার বলেছে, রাজধানী কারাকাস ছাড়াও মিরান্ডা এবং লা গুইরাতে সামরিক অবকাঠামো ও সাধারণ মানুষের ওপর হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।

স্থানীয় সময় রাত ২টার সময় রাজধানী কারাকাসের অন্তত সাত জায়গায় বিস্ফোরণের শব্দ শোনা যায়। ওই সময় খুব নিচ থেকে বিমান উড়ে যাওয়ার শব্দও পাওয়া যায়।

সরকার জানিয়েছে, প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সংবিধান ও জাতীয় নিরাপত্তা আইন অনুযায়ী ‘সঠিক সময় ও পরিস্থিতিতে’ সামরিক পরিকল্পনা বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন।

এদিকে হামলার পর যুক্তরাষ্ট্র তাদের নাগরিকদের ভেনেজুয়েলা ও দেশটির সীমান্ত এলাকায় ভ্রমণ না করার নির্দেশনা দিয়েছে। বোগোতায় অবস্থিত মার্কিন দূতাবাস বলেছে তারা ভেনেজুয়েলার রাজধানী ও আশপাশের এলাকায় বিস্ফোরণ হওয়ার ব্যাপারে অবগত।

অপর এক নির্দেশনায় নিজ নাগকিদের দ্রুত সময়ের মধ্যে ভেনেজুয়েলা ছাড়া অথবা নিরাপদ আশ্রয়ে থাকার কথা বলেছে। সঙ্গে পরিবারের সঙ্গে একাধিক মাধ্যমে যোগাযোগ রাখার কথাও বলেছে তারা।

নির্দেশনায় আরও বলা হয়েছে যুক্তরাষ্ট্রের সরকার ২০১৯ সালে ভেনেজুয়েলা থেকে নিজেদের সব কূটনীতিককে প্রত্যাহার করেছে এবং দেশটিতে সব ধরনের কার্যক্রম বন্ধ করে দিয়েছে।

সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, হামলার পর ভেনেজুয়েলায় উদ্বিগ্ন নিরবতা লক্ষ্য করা যাচ্ছে।

সূত্র: আলজাজিরা

ডিএস./