১১:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬

আজ সরস্বতী পূজা

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ১০:০৭:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬
  • 9

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব সরস্বতী পূজা আজ শুক্রবার (২৩ জানুয়ারি)। সরস্বতী পূজা বিদ্যা ও সংগীতের দেবী সরস্বতীর আরাধনাকে কেন্দ্র করে অনুষ্ঠেয় অন্যতম ধর্মীয় উৎসব। পূজার দিন অজ্ঞতার অন্ধকার দূর করতে কল্যাণময়ী দেবীর চরণে প্রণতি জানাবেন অগণিত ভক্ত।

সনাতন ধর্মাবলম্বীদের মতে, দেবী সরস্বতী সত্য, ন্যায় ও জ্ঞানালোকের প্রতীক। বিদ্যা, বাণী ও সুরের অধিষ্ঠাত্রী। ধর্মীয় বিধান অনুসারে, মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে শুভ্র রাজহাঁসে চড়ে সরস্বতী পৃথিবীতে আসেন।

দিনটিকে ঘিরে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, মন্দির ও বাড়িতে সরস্বতী পূজার আয়োজন করা হয়েছে। পূজা শেষে ভক্তরা অঞ্জলি দেবেন। এদিন শিশুদের হাতেখড়ির আয়োজনও করা হয়।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর বলেন, ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে সকাল ১০টায় পূজা অনুষ্ঠিত হবে।

এ বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হল প্রশাসনের কেন্দ্রীয় পূজাসহ ৭৬টি মণ্ডপে পূজার আয়োজন করা হয়েছে।

সকাল ৮টা থেকে মণ্ডপগুলোতে শুরু হয় পূজা। রয়েছে পুষ্পাঞ্জলি প্রদান, প্রসাদ বিতরণ, সংস্কৃতিক সন্ধ্যার আয়োজনও। জগন্নাথ হলের প্রবেশ মুখে দর্শনার্থী শিশু-কিশোরদের জন্য বিভিন্ন রাইড খেলনা ও বিশুদ্ধ খাবার দোকানের ব্যবস্থা রাখা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, জগন্নাথ হলের পুরোটা সিসি ক্যামেরার আওতাধীন থাকবে। যেকোনো ধরনের পটকা ও আতশবাজির ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

আজ সরস্বতী পূজা

প্রকাশিত : ১০:০৭:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব সরস্বতী পূজা আজ শুক্রবার (২৩ জানুয়ারি)। সরস্বতী পূজা বিদ্যা ও সংগীতের দেবী সরস্বতীর আরাধনাকে কেন্দ্র করে অনুষ্ঠেয় অন্যতম ধর্মীয় উৎসব। পূজার দিন অজ্ঞতার অন্ধকার দূর করতে কল্যাণময়ী দেবীর চরণে প্রণতি জানাবেন অগণিত ভক্ত।

সনাতন ধর্মাবলম্বীদের মতে, দেবী সরস্বতী সত্য, ন্যায় ও জ্ঞানালোকের প্রতীক। বিদ্যা, বাণী ও সুরের অধিষ্ঠাত্রী। ধর্মীয় বিধান অনুসারে, মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে শুভ্র রাজহাঁসে চড়ে সরস্বতী পৃথিবীতে আসেন।

দিনটিকে ঘিরে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, মন্দির ও বাড়িতে সরস্বতী পূজার আয়োজন করা হয়েছে। পূজা শেষে ভক্তরা অঞ্জলি দেবেন। এদিন শিশুদের হাতেখড়ির আয়োজনও করা হয়।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর বলেন, ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে সকাল ১০টায় পূজা অনুষ্ঠিত হবে।

এ বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হল প্রশাসনের কেন্দ্রীয় পূজাসহ ৭৬টি মণ্ডপে পূজার আয়োজন করা হয়েছে।

সকাল ৮টা থেকে মণ্ডপগুলোতে শুরু হয় পূজা। রয়েছে পুষ্পাঞ্জলি প্রদান, প্রসাদ বিতরণ, সংস্কৃতিক সন্ধ্যার আয়োজনও। জগন্নাথ হলের প্রবেশ মুখে দর্শনার্থী শিশু-কিশোরদের জন্য বিভিন্ন রাইড খেলনা ও বিশুদ্ধ খাবার দোকানের ব্যবস্থা রাখা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, জগন্নাথ হলের পুরোটা সিসি ক্যামেরার আওতাধীন থাকবে। যেকোনো ধরনের পটকা ও আতশবাজির ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।

ডিএস./