সাভারের আমিনবাজার থেকে গরু ভর্তি ট্রাক ডাকাতির ঘটনায় আট ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় ডাকাতি হওয়া ট্রাকসহ প্রায় ১০ লাখ টাকা মূল্যের তিনটি গরু উদ্ধার করা হয়। শুক্রবার সকালে রাজধানীর মোহাম্মদপুর এবং সাভারের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে সাভার মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- মো. জুয়েল (৩৫) আলামিন (২৫), সায়েদ (২৮), জসিম (২৭), সোহেল সরদার (২৭), রাসেল (২৬), সুমন (২৯) ও কাউছার (২৭)।
পুলিশ জানায়, গত ৩ আগস্ট রাতে জাকির হোসেন নামে এক ব্যক্তি টাঙ্গাইল থেকে একটি ট্রাকে করে তিনটি গরু নিয়ে ঢাকায় যাচ্ছিলেন। রাত সাড়ে তিনটার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার সালেহপুর ব্রিজের কাছে পৌঁছলে গাড়িটির গতিরোধ করে আগে থেকে ওত পেতে থাকা একদল সশস্ত্র ডাকাত। এসময় ট্রাকের চালক ও গরুর মালিককে অস্ত্রের মুখে জিম্মি করে গরুসহ ট্রাকটি ছিনিয়ে নিয়ে যায় ডাকাতরা। এঘটনায় পরের দিন ৪ আগস্ট জাকির হোসেন সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করেন।
মামলা দায়েরের পর পুলিশের একাধিক দল ডাকাতি হওয়া গরু উদ্ধারে অভিযান পরিচালনা শুরু করে। একপর্যায়ে শুক্রবার ভোররাত থেকে শুরু করে বেলা ১১টা পর্যন্ত রাজধানীর মোহাম্মদপুর ও সাভারের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আট ডাকাতকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে বসিলা এলাকা থেকে ডাকাতি হওয়া ট্রাক ও গরু উদ্ধার করে পুলিশ।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মোফাজ্জল হোসেন বলেন, গ্রেফতারকৃত ডাকাত সদস্যদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।












