সুজানগর পৌরসভার দরিদ্র মানুষদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে। আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শুক্রবার এনএ কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে ৪৬২১ পরিবারকে ৯২.৪২টন চাল বিতরণ করা হয়।
পৌর মেয়র আলহাজ্ব আব্দুল ওহাব সভাপতিত্বে ভিজিএফ এর চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন পাবনা-২ আসনের এমপি খন্দকার আজিজুল হক আরজু।
এতে বিশেষ অতিথি ছিলেন ইউএনও সুজিৎ দেবনাথ, সচিব গোলাম নবী প্রমুখ।
চাল বিতরণ কার্যক্রম পরিচালনা শেষে তারা বক্তব্য রাখেন।
এসময় পৌর সভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন।
পৌর কার্যালয় সূত্রে জানা যায়, এবারে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের সর্বমোট ৪৬২১ পরিবারের মাঝে ২০ কেজি করে চাল বিতরণ করা হয়।












