শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল পরিমাণ মার্কিন ডলারসহ একজনকে আটক করেছে শুল্ক গোয়েন্দারা। রোববার বিকেল সাড়ে চারটায় ঘোষণা বহির্ভূত ও বিশেষভাবে লুকায়িত মার্কিন ডলারসহ তাকে আটক করা হয়।
পাসপোর্ট অনুযায়ী সেই যাত্রীর নাম শহিদুল ইসলাম। তার পাসপোর্ট নং বিপি ০৬২৩৪৫২ (BP 0623452)। শহিদুল ইসলামের বাড়ি মাগুরা জেলায়। তিনি ‘VQ-724’ ফ্লাইট যোগে ভারত থেকে ঢাকা ফিরছিলেন।
জানা গেছে, গোপন সংবাদ থাকায় নভোএয়ারের এই ফ্লাইটের দিকে তীব্র নজরদারী রাখে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা-এনএসআই ও শুল্ক গোয়েন্দারা। বিমানটি অবতরণের পর সেই যাত্রীকে বিমানবন্দরের ২১ নাম্বার গেইট থেকে আটক করে গোয়েন্দারা।

আটকের পর তার কাছে বৈদেশিক মূদ্রা থাকার কথা অস্বীকার করেন শহিদুল। পরবর্তীতে লাগেজ কেটে বের করা হয় ৭৭ হাজার ৬০০ মার্কিন ডলার, যা বাংলাদেশি মূদ্রায় ৬৫ লক্ষ ১৮ হাজার ৪০০ টাকা।
এসব মুদ্রা তিনি কোন প্রকার ঘোষণা ছাড়াই বহন করছিলেন। এসব মুদ্রা দিয়ে তিনি চোরাচালান করার চেষ্টা করছিলেন মর্মে প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে।
শহিদুলের পাসপোর্ট যাচাই করে দেখা যায়, তিনি ২০১৭ এবং ২০১৮ সালে বহুবার বিদেশে আসা-যাওয়া করেছেন। জিজ্ঞাসাবাদে শহিদুল ইসলাম জানান, তিনি একজন ব্যাবসায়ী। তিনি এর আগেও এরুপ মূদ্রা বহন করেছিলেন।
ঘোষণা ছাড়া এবং লুকানোর কারণে বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইন ও শুল্ক আইন ভঙ্গ হয়েছে। এ ব্যাপারে আটককৃত যাত্রীকে শুল্ক আইন ও মানিলন্ডারিং প্রতিরোধ আইনে গ্রেফতার করা হয়েছে। একইসাথে তার বিরুদ্ধে অন্যান্য আইনগত ব্যবস্থাও নেয়া হচ্ছে বলে জানান গোয়েন্দারা।












