০২:৫১ পূর্বাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬

কক্সবাজারে বন্দুকযুদ্ধে ২ মাদক ব্যবসায়ী নিহত

কক্সবাজারের রামু উপজেলায় র‌্যাবের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ মো. নিজাম উদ্দিন (৩০) ও রতন রুদ্র (৩১) নামে দুইজন মাদক ব্যবসায়ী নিহত হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলায় পানেরছড়া ঢালা এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে ৪ লাখ ৪৪ হাজার পিস ইয়াবা ও চারটি পিস্তল উদ্ধার করা হয়েছে। নিহতরা চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বাসিন্দা।

র‌্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের ইনচার্জ মেজর মেহেদী হাসান বলেছেন, ইয়াবার একটি বড় চালান আসছে- এমন খবরে ভোরে কক্সবাজার-টেকনাফ সড়কে অভিযান চালায় র‌্যাব। এ সময় তেলের ট্যাঙ্কবাহী একটি লরিকে থামতে বললে লরি থেকে মাদক ব্যবসায়ীরা র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় র‌্যাবও পাল্টা গুলি ছোঁড়ে।

গোলাগুলি থামার পরে নিজাম উদ্দিন ও রতন রুদ্রকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায় এবং তেলের ট্যাঙ্ক থেকে ৪ লাখ ৪৪ হাজার পিস ইয়াবা ও চারটি পিস্তল উদ্ধার করা।

রামু থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, গুলিবিদ্ধ অবস্থায় দুইজনকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ট্যাগ :
জনপ্রিয়

কক্সবাজারে বন্দুকযুদ্ধে ২ মাদক ব্যবসায়ী নিহত

প্রকাশিত : ১১:১৫:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ অগাস্ট ২০১৮

কক্সবাজারের রামু উপজেলায় র‌্যাবের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ মো. নিজাম উদ্দিন (৩০) ও রতন রুদ্র (৩১) নামে দুইজন মাদক ব্যবসায়ী নিহত হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলায় পানেরছড়া ঢালা এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে ৪ লাখ ৪৪ হাজার পিস ইয়াবা ও চারটি পিস্তল উদ্ধার করা হয়েছে। নিহতরা চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বাসিন্দা।

র‌্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের ইনচার্জ মেজর মেহেদী হাসান বলেছেন, ইয়াবার একটি বড় চালান আসছে- এমন খবরে ভোরে কক্সবাজার-টেকনাফ সড়কে অভিযান চালায় র‌্যাব। এ সময় তেলের ট্যাঙ্কবাহী একটি লরিকে থামতে বললে লরি থেকে মাদক ব্যবসায়ীরা র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় র‌্যাবও পাল্টা গুলি ছোঁড়ে।

গোলাগুলি থামার পরে নিজাম উদ্দিন ও রতন রুদ্রকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায় এবং তেলের ট্যাঙ্ক থেকে ৪ লাখ ৪৪ হাজার পিস ইয়াবা ও চারটি পিস্তল উদ্ধার করা।

রামু থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, গুলিবিদ্ধ অবস্থায় দুইজনকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।