০১:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬

‘রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে আছে ডেনমার্ক’

CAPE TOWN/SOUTH AFRICA, 11JUN2009 - Ulla Tornaes, Minister for Development Cooperation of Denmark, at the Plenary Session Addressing Climate Change held During the World Economic Forum on Africa 2009 in Cape Town, South Africa, June 11, 2009 Copyright World Economic Forum www.weforum.org / Eric Miller emiller@iafrica.com

রোহিঙ্গা সংকট সমাধানে ডেনমার্কের সরকার বাংলাদেশের পাশে আছে বলে জানিয়েছেন দেশটির উন্নয়নবিষয়ক মন্ত্রী উল্লা তরনাইস।আজ বুধবার সকালে রাজধানীর একটি হোটেলে ডেনমার্ক ও বিশ্ব খাদ্য কর্মসূচির এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান।

উল্লা তরনাইস বলেন, শুধু প্রত্যাবাসন নয়, রোহিঙ্গা নির্যাতনের সঙ্গে জড়িতদের বিচার নিশ্চিত করতে চাপ অব্যাহত রাখবে ডেনমার্ক সরকার।এ সময় রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া নিয়ে জয়েন্ট ওয়ার্কিং কমিটির ইতিবাচক সাড়াকে সাধুবাদ জানান মন্ত্রী।

এদিকে বিশ্ব খাদ্য কর্মসূচির নির্বাহী পরিচালক ডেভিড বিসলী জানান, বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী ক্যাম্পের চাপ সামলাতে বাংলাদেশের পাশে থাকবে তার সংস্থা। এ ছাড়া জনগণের আন্তরিক মনোভাব নিয়েও কথা বলেন তিনি।

রোহিঙ্গা ও স্থানীয় জনগণের উনয়নের জন্য আরও ৪ দশমিক ৬ মিলিয়ন ইউএস ডলার দেওবার ঘোষণা দেন ডেভিড বিসলী। তিনি বলেন, গত বছর যে সংকট তৈরি হয়েছিল সেই পরিস্থিতি থেকে কিছুটা হলেও উত্তরণ করা গেছে। তবে সহযোগিতা অব্যাহত রাখতে হবে বলেও জানান তিনি।

এ সময় রোহিঙ্গাদের প্রত্যবাসনে নিরাপত্তার বিষয়টিও জোর দেন বিশ্ব খাদ্য কর্মসূচির নির্বাহী পরিচালক।

বিবি/রেআ

ট্যাগ :
জনপ্রিয়

‘রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে আছে ডেনমার্ক’

প্রকাশিত : ১২:৩৪:২৪ অপরাহ্ন, বুধবার, ৩১ অক্টোবর ২০১৮

রোহিঙ্গা সংকট সমাধানে ডেনমার্কের সরকার বাংলাদেশের পাশে আছে বলে জানিয়েছেন দেশটির উন্নয়নবিষয়ক মন্ত্রী উল্লা তরনাইস।আজ বুধবার সকালে রাজধানীর একটি হোটেলে ডেনমার্ক ও বিশ্ব খাদ্য কর্মসূচির এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান।

উল্লা তরনাইস বলেন, শুধু প্রত্যাবাসন নয়, রোহিঙ্গা নির্যাতনের সঙ্গে জড়িতদের বিচার নিশ্চিত করতে চাপ অব্যাহত রাখবে ডেনমার্ক সরকার।এ সময় রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া নিয়ে জয়েন্ট ওয়ার্কিং কমিটির ইতিবাচক সাড়াকে সাধুবাদ জানান মন্ত্রী।

এদিকে বিশ্ব খাদ্য কর্মসূচির নির্বাহী পরিচালক ডেভিড বিসলী জানান, বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী ক্যাম্পের চাপ সামলাতে বাংলাদেশের পাশে থাকবে তার সংস্থা। এ ছাড়া জনগণের আন্তরিক মনোভাব নিয়েও কথা বলেন তিনি।

রোহিঙ্গা ও স্থানীয় জনগণের উনয়নের জন্য আরও ৪ দশমিক ৬ মিলিয়ন ইউএস ডলার দেওবার ঘোষণা দেন ডেভিড বিসলী। তিনি বলেন, গত বছর যে সংকট তৈরি হয়েছিল সেই পরিস্থিতি থেকে কিছুটা হলেও উত্তরণ করা গেছে। তবে সহযোগিতা অব্যাহত রাখতে হবে বলেও জানান তিনি।

এ সময় রোহিঙ্গাদের প্রত্যবাসনে নিরাপত্তার বিষয়টিও জোর দেন বিশ্ব খাদ্য কর্মসূচির নির্বাহী পরিচালক।

বিবি/রেআ