যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক রাজ্যে মঙ্গলবার একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুইজন নিহত ও দুইজন আহত হয়েছেন।
হেলিকপ্টারটি পাওয়ার লাইনে সমস্য থাকায় তা ঠিক করার সময় বিকেল চারটা ১৫ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। নিউইয়র্ক পাওয়ার অথরিটি হেলিকপ্টারটি ভাড়া করেছিল বলে সংস্থার মুখপাত্র জানান।
নিহতদের মধ্যে সেবা কর্মী রয়েছেন। তারা লাইন পরিদর্শনের কাজ করছিলেন। এ ঘটনার ব্যাপারে বিস্তারিত কিছু জানা যায়নি এবং এ ব্যাপারে মন্তব্যের জন্য তাৎক্ষণিকভাবে স্থানীয় পুলিশকেও পাওয়া যায়নি।
বিবি/রেআ














