বিল গেটসের বাবা উইলিয়াম হেরি গেটস দ্য সেকেন্ড মাথায় পরেছেন কনডমের তৈরি একটি টুপি। আর সে ছবি নিজের ইন্সটাগ্রামে শেয়ার করেছেন বিল গেটস। ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুলেছে সেই ছবি।
কনডমের তৈরি টুপি পরার পেছনে সুন্দর যে একটা কারণ আছে তার ব্যাখ্যা দিয়েছেন বিল গেটস। তিনি সেই ছবির সঙ্গে জানান, বাবাকে ওই টুপিটি উপহার দিয়েছেন থাইল্যান্ডের সমাজকর্মী মেচাই ভিরাভৈদ্যা।
থাইল্যান্ডে এইডস প্রতিরোধে জনসচেতনতা মূলক কাজ করছেন মেচাই। এজন্য তার দেশে অনেক সফলও মেচাই। নিজের সমাজকল্যান মূলক কাজের জন্য মেচাই তার দেশে ‘মিস্টার কন্ডম’ বা ‘কন্ডম কিং’ হিসেবে পরিচিত।
আর মিচাইয়ের কাজের প্রশংসা করতে সঙ্গে জনসচেতনতা বাড়ানোর লক্ষে ইন্সটাগ্রামে ওই ছবি শেয়ার করেছেন বিল গেটস।
বিল গেটসের ওই পোস্ট নিয়ে ইতিমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে ও আলোচলা চলছে বিশ্বজুড়ে। দেড় লক্ষাধিকের বেশি লাইক পেয়েছে ছবিটি। অনেকে করেছেন এর ভূয়সী প্রশংসা।
কেউ বলেছেন, বিল গেটসের এমন উদ্যোগ সত্যি প্রশংসার দাবিদার। কেউ লিখেন, মরণব্যাধি এইডসের বিরুদ্ধে সবারই উচিৎ সচেতন হওয়া। বিল গেটসকে সম্মান জানাই।
বিবি/রেআ














