চীন আমেরিকার সঙ্গে সকল ধরণের ঝামেলা মেটাতে আলোচনা করতে প্রস্তুত। আজ মঙ্গলবার চীনের উপ-রাষ্ট্রপতি ওয়াং কিশান এ কথা বলেন। খবর রয়টার্সের।
আজ এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, চীন ও আমেরিকা দুই দেশই এখন একে অপরের সঙ্গে ভাল একটি বাণিজ্য করতে চায়। আমাদের তরফ থেকে আমরা প্রস্তুত। আমরা চাই সকল সমস্যার ন্যায় সম্মত সমাধান করতে।
তিনি আরো বলেন, বিশ্ব এখন নানাবিধ সমস্যার সম্মুখীন। আমরা দুই দেশ মিলে সেটিরও সমাধান চাই।
বিগত কয়েক মাস ধরে চীন- আমেরিকার চলছে বাণিজ্য যুদ্ধ। এই বাণিজ্য যুদ্ধে দেশ দুটি একে অপরের পণ্যে বিলিয়ন বিলিয়ন মার্কিন ডলার শুল্কারোপ করেছে। কেউ কাউকে ছাড় দেয় নি বিন্দুমাত্র।
এর কয়েকদিন আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে বলা, আমেরিকা চীনের সঙ্গে নতুন বাণিজ্য চুক্তি করতে প্রস্তুত। এরপর চীনের পক্ষ থেকে এলো এমন বার্তা।
বিশ্লেষকরা আশা করছেন, কয়েক মাস ধরে চলা বিশ্বের শক্তিশালী দুই রাষ্ট্রের মধ্যে চলা বাণিজ্য যুদ্ধের অবসান ঘটতে যাচ্ছে। এতে করে শুধু দেশ দুটি-ই লাভবান হবে না। বিশ্ব অর্থনীতিতেও এর সুফল আসবে।
বিবি/রেআ














