পাবনা সুজানগরের কৃষি সম্প্রাসারণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত উপজেলার পৌরসভা সহ ১০টি ইউনিয়নে রবি মৌসুমে প্রান্তিক কৃষকদের মাঝে বিনা মূল্যে সার ও বীজ বিতারণ কার্যক্রম গতকাল বুধবার সুজানগর উপজেলা চত্বরে উদ্ভোদধ করা হয়। বিনা মূল্যে বীজ বিতারণ অনুষ্ঠানের শুভ উদ্ভোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদের রোকন, উপজেলা নির্বাহী অফিসার সুজিৎ দেব নাথ এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাবনা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ডঃ মোঃ আজিজুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা ময়নুল হক সরকার, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইশরাত জাহান, ও নাঈম হাসান সহ উপ সহকারী কৃষি কর্মকর্তাগণ। উপজেলা কৃষি কর্মকর্তা ময়নুল হক জানান এ উপজেলায় প্রান্তিক কৃষকদের মাঝে ২৩.১০ টন ডি,এ,পি ও ১১.৫৫ টন এম,ও,পি সার ও বিভিন্ন পরিমানে শস্য বীজ বিতরণ করা হয়।
বিবি/ ইএম












