অর্থনৈতিক উন্নয়ন ও স্বাচ্ছন্দ্যের জন্য ৪র্থ শিল্প বিপ্লব গড়ে তোলার আহ্বান জানিয়ে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইডিইবি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস লক্ষ্মীপুরে পালিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে এ উপলক্ষে লক্ষ্মীপুর পৌর আধুনিক বিপণী বিতানের সামনে থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে সংগঠনের জেলা কার্যালয়ে এসে আলোচনা সভায় মিলিত হয়ে।
এতে সংগঠনের সভাপতি মাকসুদ উদ্দিন বাবলুর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আইডিইবির সাধারণ সম্পাদক প্রকৌশলী শামছুল আলম, সহ-সভাপতি বোরহান উদ্দিন, জনসংযোগ ও প্রচার সম্পাদক কাজী মাকছুদুল হক, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ওয়ালিদ মুরাদ, মহিলা বিষয়ক সম্পাদক আইরিন সুলতানা ও সদর উপজেলা সাধারণ সম্পাদক আব্দুল খালেক প্রমুখ।
বিবি / ইএম












