‘কুয়াশা’ নামে নতুন ওয়েব সিরিজ নির্মাণ করছেন নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। যাতে অভিনয় করেছেন এবিএম সুমন, নুসরাত ইমরোজ, শহীদুজ্জামান সেলিম প্রমুখ। এই ওযেব সিরিজে রাখা হয়েছে একটি গান। যাতে কণ্ঠ দিলেন কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কনা।তার সঙ্গে প্রথমবার কোন ডুয়েট গানে কণ্ঠ দিলেন কাভার সং গেয়ে ফেসবুকে ভাইরাল হওয়া মাহতিম সাকিব।
গানটির শিরোনাম ‘কিছু মুখ’। লিখেছেন জনি হক। সুর-সঙ্গীত করেছেন নাভেদ পারভেজ। রবিবার এ গানের রেকর্ডিং সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন পরিচালক। গানটি প্রসঙ্গে পরিচালক রাজ বলেন, মনে হয়েছে তারা দুজন একসঙ্গে গাইলে ভালো কিছু হবে সেজন্য গাইয়েছি। তাদের এ গান ‘কুয়াশা’য় ভিন্নমাত্রা যোগ করবে বলে আমার বিশ্বাস’
গানটি প্রসঙ্গে মাহতিম সাকিব বলেন, ‘প্রথম ডুয়েট গান করলাম। তাও আবার জনপ্রিয় শিল্পী কনা আপুর সঙ্গে। খুব ভালো লেগেছে গানটি করে। যারা আমাকে গাওয়ার সুযোগ দিয়েছেন, তাদের কাছে কৃতজ্ঞতা।’
অপরাধ বিষয়ক গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘কুয়াশা’। প্রতিটি অপরাধের পেছনে অর্থ, ক্ষমতা কিংবা নারীর যোগসাজশ থাকে। ‘কুয়াশা’র গল্প সেই সূত্র ধরেই ভাবা। এই কাহিনিতে অনেক বাঁক আছে। শেষ পর্যন্ত সমাধান থাকছে না। কারণ এর সিজন-টু তৈরি হবে। এমনটিই জানালেন নির্মাতা রাজ।
মারুফ রেহমানের চিত্রনাট্যে ‘কুয়াশা’ প্রযোজনা করছে ইনোভেট সল্যুশন্স। ডিসেম্বরেই সিনেস্পট অরিজিনালসে প্রকাশ করা হবে এটি
বিবি/রেআ
















