রাজধানীর পল্টন থানা এলাকার বঙ্গবন্ধু স্টেডিয়ামের ৪নং গেটের সামনে থেকে অস্ত্রসহ সাত ডাকাতকে আটক করেছে পুলিশ। সোমবার রাত ১টার দিকে তাদের আটক করা হয়।
মঙ্গলবার দুপুরে এ তথ্য জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ কমিশনার মো. ইউসূফ আলী।
আটকরা হলেন, সুজন উদ্দীন (৩৮), আব্দুল করিম (৩৫), দুলাল (৩৫), শামসুল (৩২), আল আমিন (২৫), আব্দুর রহিম (২৪) ও মেহেদী (২০)।
ইউসুফ আলী জানান, আটকদের কাছ থেকে ডাকাতি কাজে ব্যবহৃত একটি ছুরি, একটি চাপাতি ও একটি চাকু উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে পল্টন থানায় মামলা দায়ের করা হয়েছে।






















