০৬:০৯ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪

বিএনপিকে অনুমতি দিবে পুলিশ, আওয়ামী লীগ নয়: ওবায়দুল কাদের

বিএনপির ১২ তারিখের সমাবেশের অনুমতির ব্যাপারে শেষ পর্যন্ত অপেক্ষা করতে বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেন, অনুমতি দিবে পুলিশ। আওয়ামী লীগ অনুমতি দিতে পারবে না। আমাদের সমাবেশর অনুমতি দেয়নি পুলিশ। আমাদের বলেছে নিরাপত্তা সমস্যা আছে। তাই আমরা আমাদের ৯ তারিখের পরিবর্তে সমাবেশ ১৮ তারিখে নিয়ে গেছি।

বুধবার (৮ নভেম্বর) বিকেলে জাতীয় জাদুঘরে বঙ্গবন্ধুর ভাষণ ইউনোস্কো স্বীকৃতি উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশ্য করে কাদের বলেন, আমরা বিরোধী দলে থাকার সময় ২১ ফেব্রুয়ারি ৩ দিনের কর্মসূচী হাতে নিয়েছিলাম কিন্তু বন্ধ করে দিয়েছে। অনুমতি দেওয়া হয়নি। হাওয়া ভবনে বসে রক্তাক্ত করা হয়েছিল আমাদের সমাবেশ। সেই দিন গনতন্ত্র কোথায় ছিল? এখন গণতন্ত্রের কথা বলা হচ্ছে।

আওয়ামী লীগ বিরোধী দলে থাকা অবস্থায় অনুমতি দেওয়া হয়নি উল্লেখ করে মন্ত্রী বলেন, আমরা বহুবার অনুমতি চেয়েছি। অনুমতি দেওয়া হয়নি। যদিও অনুমতি দিয়েছে সমাবেশ পণ্ড করা হয়েছে। পুলিশ দিয়ে লাঠিচার্জ করা হয়েছে।

২১ আগষ্টের কথা মনে করিয়ে দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আমরা অফিসের সামনে সমাবেশ করছিলাম। তখন রক্তাক্ত করা হয়েছিল। বোমা মানুষ মারা হয়েছি। বিএনপিকে তো আর এ অবস্থায় পড়তে হয়নি।

বিএনপিকে জিয়াউর রহমানের মাজারে যেতে বাঁধা দেওয়া হয়নি দাবি করে কাদের বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী আমাকে নিজে বলেছে জিয়ার মাজারে যেতে অনুমতি দেওয়া হয়েছিল। কোন বাঁধা দেওয়া হবে না কিন্তু বিএনপি না গিয়ে বলছে সরকার অনুমতি দেয়নি। মিথ্যে কথা বলছে বিএনপি।

ওবায়দুল কাদের বলেন, ৭ই মার্চের ভাষণ এতোদিন আমাদের নিজেদের সম্পদ ছিলো কিন্তু এখন থেকে এটা সারাবিশ্বের ভাষণ। বঙ্গবন্ধুর ডাকে মরণপন মুক্তিযুদ্ধে ৭ কোটি মানুষ জড়িয়ে পড়েছিলো।

তিনি আরও বলেন, ৩২ নম্বর বাড়িটি বাঙ্গালীর জন্য নিষিদ্ধ ছিলো, কিন্তু এখন তা হাজার বাঙ্গালীর মিলনস্থল।

ট্যাগ :

বিএনপিকে অনুমতি দিবে পুলিশ, আওয়ামী লীগ নয়: ওবায়দুল কাদের

প্রকাশিত : ০৭:৫৫:৫৪ অপরাহ্ন, বুধবার, ৮ নভেম্বর ২০১৭

বিএনপির ১২ তারিখের সমাবেশের অনুমতির ব্যাপারে শেষ পর্যন্ত অপেক্ষা করতে বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেন, অনুমতি দিবে পুলিশ। আওয়ামী লীগ অনুমতি দিতে পারবে না। আমাদের সমাবেশর অনুমতি দেয়নি পুলিশ। আমাদের বলেছে নিরাপত্তা সমস্যা আছে। তাই আমরা আমাদের ৯ তারিখের পরিবর্তে সমাবেশ ১৮ তারিখে নিয়ে গেছি।

বুধবার (৮ নভেম্বর) বিকেলে জাতীয় জাদুঘরে বঙ্গবন্ধুর ভাষণ ইউনোস্কো স্বীকৃতি উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশ্য করে কাদের বলেন, আমরা বিরোধী দলে থাকার সময় ২১ ফেব্রুয়ারি ৩ দিনের কর্মসূচী হাতে নিয়েছিলাম কিন্তু বন্ধ করে দিয়েছে। অনুমতি দেওয়া হয়নি। হাওয়া ভবনে বসে রক্তাক্ত করা হয়েছিল আমাদের সমাবেশ। সেই দিন গনতন্ত্র কোথায় ছিল? এখন গণতন্ত্রের কথা বলা হচ্ছে।

আওয়ামী লীগ বিরোধী দলে থাকা অবস্থায় অনুমতি দেওয়া হয়নি উল্লেখ করে মন্ত্রী বলেন, আমরা বহুবার অনুমতি চেয়েছি। অনুমতি দেওয়া হয়নি। যদিও অনুমতি দিয়েছে সমাবেশ পণ্ড করা হয়েছে। পুলিশ দিয়ে লাঠিচার্জ করা হয়েছে।

২১ আগষ্টের কথা মনে করিয়ে দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আমরা অফিসের সামনে সমাবেশ করছিলাম। তখন রক্তাক্ত করা হয়েছিল। বোমা মানুষ মারা হয়েছি। বিএনপিকে তো আর এ অবস্থায় পড়তে হয়নি।

বিএনপিকে জিয়াউর রহমানের মাজারে যেতে বাঁধা দেওয়া হয়নি দাবি করে কাদের বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী আমাকে নিজে বলেছে জিয়ার মাজারে যেতে অনুমতি দেওয়া হয়েছিল। কোন বাঁধা দেওয়া হবে না কিন্তু বিএনপি না গিয়ে বলছে সরকার অনুমতি দেয়নি। মিথ্যে কথা বলছে বিএনপি।

ওবায়দুল কাদের বলেন, ৭ই মার্চের ভাষণ এতোদিন আমাদের নিজেদের সম্পদ ছিলো কিন্তু এখন থেকে এটা সারাবিশ্বের ভাষণ। বঙ্গবন্ধুর ডাকে মরণপন মুক্তিযুদ্ধে ৭ কোটি মানুষ জড়িয়ে পড়েছিলো।

তিনি আরও বলেন, ৩২ নম্বর বাড়িটি বাঙ্গালীর জন্য নিষিদ্ধ ছিলো, কিন্তু এখন তা হাজার বাঙ্গালীর মিলনস্থল।