বীর মুক্তিযোদ্ধা, বিএনপির ভাইস চেয়ারম্যান ও অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র সাদেক হোসেন খোকার মরদেহে শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ঢল।
বিএনপি ও এর অঙ্গসংগঠন ছাড়াও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষকসহ সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জানাচ্ছেন এই মুক্তিযোদ্ধাকে।
আজ (০৭ নভেম্বর) দুপুর দুপুর বারোটার দিকে তার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হয়। এর আগে সকালে সংসদ ভবন প্রাঙ্গনে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।
শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের পর তাকে দ্বিতীয় দফা জানাজার জন্য নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে নেয়া হবে। বাদ জোহর সেখানে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে।
বিকেল ৩টায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে তৃতীয় দফা জানাজা শেষে খোকার মরদেহ নেওয়া হবে গোপীবাগে তাঁর নিজ বাসভবনে। বাদ আসর স্থানীয় ধূপখোলা মাঠে অনুষ্ঠিত হবে চতুর্থ দফা নামাজে জানাজা।
রাজধানীর জুরাইন কবরস্থানে বাবা-মায়ের কবরের পাশে দাফন করা হবে।
বিজনেস বাংলাদেশ-বি/এইচ
























