০১:২৬ অপরাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪

পীরগঞ্জে আন্ত:জেলা জুয়া চক্রের গডফাদার কুখ্যাত জুয়ারী চোখা সহ ৩ জুয়াড়ী আটক

আন্ত:জেলা জুয়া চক্রের গডফাদার কুখ্যাত জুয়াড়ী চোখা সহ ৩ জুয়াড়ীকে ২২ এপ্রিল আটক করেছে পীরগঞ্জ থানা পুলিশ।

পীরগঞ্জ থানার সেকেন্ড অফিসার এসআই আব্দুল হালিমের নেতৃত্বে এসআই রতন চন্দ্র, এসআই সজল বসাক, এসআই আল-আমিন ও পুলিশ ফোর্স ফুটকিবাড়ী শালবনের গহীন অরন্যে জুয়ার আসর বসিয়ে জুয়া খেলাকালীন থানা পুলিশ ৩ জুয়াড়ীকে আটক করে ২৩ এপ্রিল জেল হাজতে পাঠিয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ফোস ২২ এপ্রিল রাত ১১ টার দিকে শালবনের গহীন অরন্যের জুয়ার ঘাটিতে অভিযান চালিয়ে আন্ত:জেলা জুয়া চক্রের গডফাদার রেজাউল করিম চোখা(৬৫)পিতা মৃত জসদ আলী, সাং-ভবানীপুর, মিজানুর রহমান (৪৫)পিতা আক্তারুল হক, ও নির্মল তিরকী(৪৫) পিতা মৃত কান্দু তিরকী উভয়ের সাং ফুটকিবাড়ী, বোচাগঞ্জ কে আটক করে তাদের ঠাকুরগাঁও জেল-হাজতে প্রেরন করা হয়েছে।

এ সময় ১ টি ফরগুটি বোর্ড, ২ টি ডাবু সহ সরন্জামাদি ও জুয়াখেলার নগদ সাড়ে ১৪ হাজার টাকা উদ্ধার করা হয়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে আরো কয়েকজন জুয়াড়ী পালিয়ে আত্নরক্ষা করে। এ ঘটনায় এসআই রতন চন্দ্র বাদী হয়ে ৩ জনের নাম উল্লেখে এবং ৭/৮ জন অজ্ঞাতনামা ব্যাক্তিকে আসামী করে পীরগঞ্জ থানায় ১ টি মামলা রুজু করেন। ১৮৬৭ সালের প্রকাশ্য জুয়া আইনের ৪ ধারার অপরাধে থানায় রুজুকৃত মামলা নং ২৯ তারিখ ২২.০৪.২৪ইং।

বিজনেস বাংলাদেশ/DS

ট্যাগ :

পীরগঞ্জে আন্ত:জেলা জুয়া চক্রের গডফাদার কুখ্যাত জুয়ারী চোখা সহ ৩ জুয়াড়ী আটক

প্রকাশিত : ০২:৪৮:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪

আন্ত:জেলা জুয়া চক্রের গডফাদার কুখ্যাত জুয়াড়ী চোখা সহ ৩ জুয়াড়ীকে ২২ এপ্রিল আটক করেছে পীরগঞ্জ থানা পুলিশ।

পীরগঞ্জ থানার সেকেন্ড অফিসার এসআই আব্দুল হালিমের নেতৃত্বে এসআই রতন চন্দ্র, এসআই সজল বসাক, এসআই আল-আমিন ও পুলিশ ফোর্স ফুটকিবাড়ী শালবনের গহীন অরন্যে জুয়ার আসর বসিয়ে জুয়া খেলাকালীন থানা পুলিশ ৩ জুয়াড়ীকে আটক করে ২৩ এপ্রিল জেল হাজতে পাঠিয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ফোস ২২ এপ্রিল রাত ১১ টার দিকে শালবনের গহীন অরন্যের জুয়ার ঘাটিতে অভিযান চালিয়ে আন্ত:জেলা জুয়া চক্রের গডফাদার রেজাউল করিম চোখা(৬৫)পিতা মৃত জসদ আলী, সাং-ভবানীপুর, মিজানুর রহমান (৪৫)পিতা আক্তারুল হক, ও নির্মল তিরকী(৪৫) পিতা মৃত কান্দু তিরকী উভয়ের সাং ফুটকিবাড়ী, বোচাগঞ্জ কে আটক করে তাদের ঠাকুরগাঁও জেল-হাজতে প্রেরন করা হয়েছে।

এ সময় ১ টি ফরগুটি বোর্ড, ২ টি ডাবু সহ সরন্জামাদি ও জুয়াখেলার নগদ সাড়ে ১৪ হাজার টাকা উদ্ধার করা হয়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে আরো কয়েকজন জুয়াড়ী পালিয়ে আত্নরক্ষা করে। এ ঘটনায় এসআই রতন চন্দ্র বাদী হয়ে ৩ জনের নাম উল্লেখে এবং ৭/৮ জন অজ্ঞাতনামা ব্যাক্তিকে আসামী করে পীরগঞ্জ থানায় ১ টি মামলা রুজু করেন। ১৮৬৭ সালের প্রকাশ্য জুয়া আইনের ৪ ধারার অপরাধে থানায় রুজুকৃত মামলা নং ২৯ তারিখ ২২.০৪.২৪ইং।

বিজনেস বাংলাদেশ/DS