০৫:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ সেপ্টেম্বর ২০২৪

পাবনায় পুলিশ ও শিক্ষার্থী সংঘর্ষে ৫ পুলিশ সদস্যসহ আহত অন্তত ২০

পাবনায় কোটা সংস্কার আন্দোলনে পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুর আড়াইটার দিকে পাবনা কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় এ ঘটনা ঘটে। এতে ৫ পুলিশ সদস্যসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীরা এদিন সকাল সাড়ে ১১টায় বিক্ষোভ মিছিল বের করেন। প্রথমে সরকারি এডওয়ার্ড কলেজের ডিগ্রি গেইটে ছাত্রলীগের সাথে শিক্ষার্থীদের সংঘর্ষ বাধে। এসময় গোলাগুলির ঘটনায় অনিন্দিতা সান্যাল (১১) নামের এক শিশু গুলিবিদ্ধ হয়। এরপর ধাওয়া পাল্টা ধাওয়ায় ৮ টি মোটরসাইকেল ভাঙচুর করে আন্দোলনরত শিক্ষার্থীরা।

এঘটনায় ছাত্রলীগ পিছু হটলে মিছিলটি পাবনা আ. হামিদ সড়ক প্রদক্ষিণ করে। এরপর পাবনা জেনারেল হাসপাতাল সড়ক হয়ে মেরিল বাইপাস থেকে ঢাকা-পাবনা মহাসড়ক হয়ে পাবনা কেন্দ্রীয় বাস টার্মিনালে গিয়ে জড়ো হন। এদিকে একই সময়ে পাবিপ্রবি গেইট থেকে বের হন আন্দোলনকারী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় এলাকার ঢাকা-পাবনা মহাসড়কের অংশ কয়েকবার প্রদক্ষিণ শেষে মিছিল নিয়ে দুপুর আড়াইটার দিকে কেন্দ্রীয় বাস টার্মিনালে এডওয়ার্ড কলেজের শিক্ষার্থীদের সাথে যুক্ত হন। এরপর সমন্বিত মিছিল নিয়ে আন্দোলনরত শিক্ষার্থীরা পাবনা শহরে প্রবেশের চেষ্টা করলে তাতে পুলিশ বাধা দেন।

এসময় পুলিশের সাথে সংঘর্ষ বাধে শিক্ষার্থীদের। এসময় আন্দোলনকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুঁড়তে থাকে। নিবৃত্ত করতে টিয়ারশেল, কাদুনে গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে পুলিশ।

থেমে থেমে ধাওয়া পাল্টা ধাওয়ায় দীর্ঘ আধাঘন্টা সংঘর্ষ শেষে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় পুলিশ। এঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

বিজনেস বাংলাদেশ/ডিএস

ট্যাগ :

সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে তত্ত্বাবধায়ক সরকার ফেরাবে বিএনপি

পাবনায় পুলিশ ও শিক্ষার্থী সংঘর্ষে ৫ পুলিশ সদস্যসহ আহত অন্তত ২০

প্রকাশিত : ০৫:০৮:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুলাই ২০২৪

পাবনায় কোটা সংস্কার আন্দোলনে পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুর আড়াইটার দিকে পাবনা কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় এ ঘটনা ঘটে। এতে ৫ পুলিশ সদস্যসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীরা এদিন সকাল সাড়ে ১১টায় বিক্ষোভ মিছিল বের করেন। প্রথমে সরকারি এডওয়ার্ড কলেজের ডিগ্রি গেইটে ছাত্রলীগের সাথে শিক্ষার্থীদের সংঘর্ষ বাধে। এসময় গোলাগুলির ঘটনায় অনিন্দিতা সান্যাল (১১) নামের এক শিশু গুলিবিদ্ধ হয়। এরপর ধাওয়া পাল্টা ধাওয়ায় ৮ টি মোটরসাইকেল ভাঙচুর করে আন্দোলনরত শিক্ষার্থীরা।

এঘটনায় ছাত্রলীগ পিছু হটলে মিছিলটি পাবনা আ. হামিদ সড়ক প্রদক্ষিণ করে। এরপর পাবনা জেনারেল হাসপাতাল সড়ক হয়ে মেরিল বাইপাস থেকে ঢাকা-পাবনা মহাসড়ক হয়ে পাবনা কেন্দ্রীয় বাস টার্মিনালে গিয়ে জড়ো হন। এদিকে একই সময়ে পাবিপ্রবি গেইট থেকে বের হন আন্দোলনকারী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় এলাকার ঢাকা-পাবনা মহাসড়কের অংশ কয়েকবার প্রদক্ষিণ শেষে মিছিল নিয়ে দুপুর আড়াইটার দিকে কেন্দ্রীয় বাস টার্মিনালে এডওয়ার্ড কলেজের শিক্ষার্থীদের সাথে যুক্ত হন। এরপর সমন্বিত মিছিল নিয়ে আন্দোলনরত শিক্ষার্থীরা পাবনা শহরে প্রবেশের চেষ্টা করলে তাতে পুলিশ বাধা দেন।

এসময় পুলিশের সাথে সংঘর্ষ বাধে শিক্ষার্থীদের। এসময় আন্দোলনকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুঁড়তে থাকে। নিবৃত্ত করতে টিয়ারশেল, কাদুনে গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে পুলিশ।

থেমে থেমে ধাওয়া পাল্টা ধাওয়ায় দীর্ঘ আধাঘন্টা সংঘর্ষ শেষে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় পুলিশ। এঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

বিজনেস বাংলাদেশ/ডিএস