০৬:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ০৫ অক্টোবর ২০২৪

রোববার থেকে সীমিত পরিসরে খুলছে ঢাবির অফিসগুলো

করোনাভাইরাস মহামারির কারণে স্বাস্থ্যবিধি মেনে রোববার (৩১ মে) থেকে সীমিত পরিসরে অফিস খোলার সিদ্ধান্ত নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে আগের মতো এ সময়ও বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষাসহ শিক্ষা কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. এনামউজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘স্বাস্থ্য বিধি ও সামাজিক দূরত্ব নীতিমালা ও কিছু শর্ত অনুসরণ করে অতি প্রয়োজনীয় দাপ্তরিক কার্যাবলি সম্পাদন, শিক্ষকদের গবেষণা কাজে সহায়তা প্রদান এবং ভবনাদি, বিশেষ করে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান বা স্থাপনাদি রক্ষণাবেক্ষণের স্বার্থে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শুধু অফিসসমূহ সীমিত পরিসরে ৩১ মে হতে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত খোলা থাকবে।”
এই সময়ে অন্যান্য জরুরি কাজের মধ্যে ইতোমধ্যে অনুষ্ঠিত পরীক্ষার ফলাফল চূড়ান্ত ও প্রকাশের ব্যবস্থা করতে সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।
এছাড়া আবাসিক হলগুলোর পরিবেশ পরিচ্ছন্ন রাখতে ও নিজস্ব স্থাপনা, গ্রন্থাগার, ভবনের রক্ষণাবেক্ষণে সংশ্লিষ্টদের সহায়তা দিতে হল অফিস সীমিত পরিসরে খোলা রাখার কথাও বলা হয়েছে। তবে হলে শিক্ষার্থীদের প্রবেশসহ ক্যাম্পাসে চলাচলে বিধি-নিষেধ বহাল রয়েছে।
বিজনেস বাংলাদেশ / আতিক

 

জনপ্রিয়

রোববার থেকে সীমিত পরিসরে খুলছে ঢাবির অফিসগুলো

প্রকাশিত : ০২:০৬:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ৩০ মে ২০২০
করোনাভাইরাস মহামারির কারণে স্বাস্থ্যবিধি মেনে রোববার (৩১ মে) থেকে সীমিত পরিসরে অফিস খোলার সিদ্ধান্ত নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে আগের মতো এ সময়ও বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষাসহ শিক্ষা কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. এনামউজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘স্বাস্থ্য বিধি ও সামাজিক দূরত্ব নীতিমালা ও কিছু শর্ত অনুসরণ করে অতি প্রয়োজনীয় দাপ্তরিক কার্যাবলি সম্পাদন, শিক্ষকদের গবেষণা কাজে সহায়তা প্রদান এবং ভবনাদি, বিশেষ করে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান বা স্থাপনাদি রক্ষণাবেক্ষণের স্বার্থে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শুধু অফিসসমূহ সীমিত পরিসরে ৩১ মে হতে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত খোলা থাকবে।”
এই সময়ে অন্যান্য জরুরি কাজের মধ্যে ইতোমধ্যে অনুষ্ঠিত পরীক্ষার ফলাফল চূড়ান্ত ও প্রকাশের ব্যবস্থা করতে সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।
এছাড়া আবাসিক হলগুলোর পরিবেশ পরিচ্ছন্ন রাখতে ও নিজস্ব স্থাপনা, গ্রন্থাগার, ভবনের রক্ষণাবেক্ষণে সংশ্লিষ্টদের সহায়তা দিতে হল অফিস সীমিত পরিসরে খোলা রাখার কথাও বলা হয়েছে। তবে হলে শিক্ষার্থীদের প্রবেশসহ ক্যাম্পাসে চলাচলে বিধি-নিষেধ বহাল রয়েছে।
বিজনেস বাংলাদেশ / আতিক