০১:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪

২৪০ অসহায় পরিবারকে খাদ্য সহায়তা দিলেন বৌদ্ধ ভিক্ষু

করোনা প্রাদূর্ভাবে কর্মহীন, রোজি রোজগারহীন, গরীব অসহায় ২৪০টি মুসলিম পরিবারের মাঝে খাদ্য সামগ্রী সহায়তা দিয়েছেন কলকাতা বৌদ্ধ ধর্মাংকুর সভার সাধারণ সম্পাদক বৌদ্ধ ভিক্ষু ড. বোধিপাল।
শুক্রবার চট্টগ্রামের পটিয়া সদরের পটিয়া খলিলুর রহমান মহিলা ডিগ্রি কলেজ মাঠে সামাজিক দুরত্ব বজায় রেখে ও স্বাস্থ্যবিধি মেনে ড. বোধিপালের পক্ষে এ খাদ্য সহায়তা তুলে দেন পটিয়া কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ড. সংঘপ্রিয় মহাথেরো।
এ সময় পটিয়া উপজেলার ২৪০ পরিবারকে এ খাদ্য সহায়তা।
এ সময় উপস্থিত ছিলেন, শরণসেন মহাথেরো, বুদ্ধসেবক ভিক্ষু, বিবেকানন্দ ভিক্ষু, অক্ষয়ানন্দ ভিক্ষু, অধ্যাপক অভিজিৎ বড়ুয়া মানু, রঞ্জন বড়ুয়া ও দেবাশীষ চক্রবর্তী প্রমুখ।
বৌদ্ধ ভিক্ষুর হাত থেকে সহায়তা পেয়ে মুসমিলম পরিবারগুলো খুশিতে আত্মহারা,এটাকে এলাকাবাসী দানের এক বিরল দৃষ্টান্ত বলেও স্থানীয়রা জানান।
বৌদ্ধ ভিক্ষুর পক্ষে অধ্যাপক অভিজিৎ বড়ুয়া মানু জানান , সদ্য প্রয়াত সংঘনায়ক শুদ্ধানন্দ মহাথেরো থেকে অনুপ্রাণিত হয়ে কলকাতা বৌদ্ধ ধর্মাংকুর সভার সাধারণ সম্পাদক ড. বোধিপাল পটিয়ায় খাদ্য সহায়তা দেয়ার উদ্যোগ নিয়েছেন।
এ উদ্যোগ পটিয়ার সম্প্রীতির নিদর্শন বলে মনে করছেন তিনি।

 

জনপ্রিয়

একজন ব্যবসায়ী বান্ধব নেতা ওয়াহিদুল হাসান দিপু

২৪০ অসহায় পরিবারকে খাদ্য সহায়তা দিলেন বৌদ্ধ ভিক্ষু

প্রকাশিত : ১২:০৯:২০ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২০
করোনা প্রাদূর্ভাবে কর্মহীন, রোজি রোজগারহীন, গরীব অসহায় ২৪০টি মুসলিম পরিবারের মাঝে খাদ্য সামগ্রী সহায়তা দিয়েছেন কলকাতা বৌদ্ধ ধর্মাংকুর সভার সাধারণ সম্পাদক বৌদ্ধ ভিক্ষু ড. বোধিপাল।
শুক্রবার চট্টগ্রামের পটিয়া সদরের পটিয়া খলিলুর রহমান মহিলা ডিগ্রি কলেজ মাঠে সামাজিক দুরত্ব বজায় রেখে ও স্বাস্থ্যবিধি মেনে ড. বোধিপালের পক্ষে এ খাদ্য সহায়তা তুলে দেন পটিয়া কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ড. সংঘপ্রিয় মহাথেরো।
এ সময় পটিয়া উপজেলার ২৪০ পরিবারকে এ খাদ্য সহায়তা।
এ সময় উপস্থিত ছিলেন, শরণসেন মহাথেরো, বুদ্ধসেবক ভিক্ষু, বিবেকানন্দ ভিক্ষু, অক্ষয়ানন্দ ভিক্ষু, অধ্যাপক অভিজিৎ বড়ুয়া মানু, রঞ্জন বড়ুয়া ও দেবাশীষ চক্রবর্তী প্রমুখ।
বৌদ্ধ ভিক্ষুর হাত থেকে সহায়তা পেয়ে মুসমিলম পরিবারগুলো খুশিতে আত্মহারা,এটাকে এলাকাবাসী দানের এক বিরল দৃষ্টান্ত বলেও স্থানীয়রা জানান।
বৌদ্ধ ভিক্ষুর পক্ষে অধ্যাপক অভিজিৎ বড়ুয়া মানু জানান , সদ্য প্রয়াত সংঘনায়ক শুদ্ধানন্দ মহাথেরো থেকে অনুপ্রাণিত হয়ে কলকাতা বৌদ্ধ ধর্মাংকুর সভার সাধারণ সম্পাদক ড. বোধিপাল পটিয়ায় খাদ্য সহায়তা দেয়ার উদ্যোগ নিয়েছেন।
এ উদ্যোগ পটিয়ার সম্প্রীতির নিদর্শন বলে মনে করছেন তিনি।