০৮:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪

নানা রোগের ওষুধ গোল মরিচ

গোল মরিচ রাঁধুনিদের কাছে খুব প্রয়োজনীয় একটি মশলা। বিভিন্ন ধরনের রান্নায় গোল মরিচ অতি প্রয়োজনীয় একটি উপাদান। কেননা গোল মরিচ রান্নার স্বাদ বাড়িয়ে দেয় বহুগুণ। তবে শুধুই রান্নার মশলা হিসাবে নয়, গোল মরিচের রয়েছে রোগ উপশমকারী নানা গুণ যা অনেকেরই জানা নেই। জেনে নেই গোল মরিচের তেমন কিছু উপকারীতার কথা-

সর্দি, কাশি বা ঠান্ডা লাগলে ১ কাপ গরম পানির সঙ্গে ২ চামচ গোল মরিচ মিশিয়ে পান করুন। সর্দি, কাশি কাছে ঘেঁষতে পারবে না।

দাঁতের ব্যাথা ও ডায়বেটিস রোগে-প্রতিটি ক্ষেত্রেই গোল মরিচ এক অব্যর্থ ওষুধ।

ক্যান্সারের ওষুধ প্রস্তুতে গোল মরিচের বিরাট গুণাগুণ রয়েছে। এমনকি কেমো প্রস্তুতে গোল মরিচের প্রয়োজন হয়।

হজমের জন্য গোল মরিচ অত্যন্ত গুরুত্বপূর্ণ। শরীরে খাবার হজমের জন্য অনেক উপকারী এনজাইম বা উৎসেচকের প্রয়োজন হয়ে থাকে। গোল মরিচ গ্রহণে সেই সমস্ত উৎসেচক ভালভাবে প্রস্তুত হয়ে থাকে।

বিজনেস বাংলাদেশ/ শেখ

জনপ্রিয়

সীতাকুণ্ডে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৭

নানা রোগের ওষুধ গোল মরিচ

প্রকাশিত : ০৩:৫৮:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২০

গোল মরিচ রাঁধুনিদের কাছে খুব প্রয়োজনীয় একটি মশলা। বিভিন্ন ধরনের রান্নায় গোল মরিচ অতি প্রয়োজনীয় একটি উপাদান। কেননা গোল মরিচ রান্নার স্বাদ বাড়িয়ে দেয় বহুগুণ। তবে শুধুই রান্নার মশলা হিসাবে নয়, গোল মরিচের রয়েছে রোগ উপশমকারী নানা গুণ যা অনেকেরই জানা নেই। জেনে নেই গোল মরিচের তেমন কিছু উপকারীতার কথা-

সর্দি, কাশি বা ঠান্ডা লাগলে ১ কাপ গরম পানির সঙ্গে ২ চামচ গোল মরিচ মিশিয়ে পান করুন। সর্দি, কাশি কাছে ঘেঁষতে পারবে না।

দাঁতের ব্যাথা ও ডায়বেটিস রোগে-প্রতিটি ক্ষেত্রেই গোল মরিচ এক অব্যর্থ ওষুধ।

ক্যান্সারের ওষুধ প্রস্তুতে গোল মরিচের বিরাট গুণাগুণ রয়েছে। এমনকি কেমো প্রস্তুতে গোল মরিচের প্রয়োজন হয়।

হজমের জন্য গোল মরিচ অত্যন্ত গুরুত্বপূর্ণ। শরীরে খাবার হজমের জন্য অনেক উপকারী এনজাইম বা উৎসেচকের প্রয়োজন হয়ে থাকে। গোল মরিচ গ্রহণে সেই সমস্ত উৎসেচক ভালভাবে প্রস্তুত হয়ে থাকে।

বিজনেস বাংলাদেশ/ শেখ