০২:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪

মানিকছড়িতে অস্ত্রসহ তিন ইউপিডিএফ সন্ত্রাসী আটক

এক মাসের ব্যবধানে মানিকছড়িতে আবারও অস্ত্র,চাঁদাবাজির রশিদ বই ও সরঞ্জামাদিসহ ৩ ইউপিডিএফ সন্ত্রাসীকে আটক করেছে নিরাপত্তা বাহিনী।

সেনাবাহিনী সূত্রে জানা গেছে,গুইমারা রিজিয়নের অধীনস্থ সিন্দুকছড়ি জোন নিয়ন্ত্রিত রামগড়-মানিকছড়ি উপজেলার বাটনাতলী ও পাতাছড়া ইউনিয়নের বেশ কিছু এলাকায় উপজাতী সশস্ত্র সন্ত্রাসীর আধিপত্য বিস্তারে ওই জনপদে চাঁদাবাজি, অপকর্ম অব্যাহত থাকায় বাটনাতলী ক্যাম্পের সেনাবাহিনী গত ৬ জুনে অভিযান চালিয়ে ইউপিডিএফের সংগঠক অপু ত্রিপুরাকে অস্ত্র, চাঁদাবাজির টাকা ও ব্যাপক সরঞ্জামাদিসহ আটকের এক মাস যেতে না যেতে আবারও ওই জনপদে ইউপিডিএফ সন্ত্রাসীরা আনা-গোনা শুরু করায় গোপন সংবাদে ১১ জুলাই গভীর রাতে বাটনাতলী ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন ওয়ালী উল্লাহ’র নেতৃত্বে একদল সেনাসদস্য মরা কয়লা নামক এলাকায় অভিযান চালিয়ে ইউপিডিএফ সন্ত্রাসী ১.ইন্দ্র কুমার ওরপে সুমন চাকমা(৩০) পিতা- আশিক কুমার চাকমা, ২. ডবমল চাকমা(৩১),পিতা- মনেব কুমার চাকমা,৩. ডনলংধন চাকমা (৩৫).পিতা- করিকে চাকমা। 

সর্ব সাং- কালাপানি,রামগড়,খাগড়াছড়িকে ২টি একনালা বন্দুক, ৬টি চাঁদা আদায়ের রশিদ বই, ৪টি মোবাইল, ৯টি ইউপিডিএফ মূল দলের পতাকাসহ আটক করা হয়।

পরে আটক ব্যক্তিদের মানিকছড়ি ক্যাম্পে এনে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। এ ব্যাপারে ঘটনার সত্যতা স্বীকার করে ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন ওয়ালী উল্লাহ বলেন, ১২ জুলাই সন্ধ্যায় আটককৃত সন্ত্রাসীদেরকে মানিকছড়ি থানায় সোর্পদ করা হবে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

জনপ্রিয়

একজন ব্যবসায়ী বান্ধব নেতা ওয়াহিদুল হাসান দিপু

মানিকছড়িতে অস্ত্রসহ তিন ইউপিডিএফ সন্ত্রাসী আটক

প্রকাশিত : ০৪:৫৩:০৯ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২০

এক মাসের ব্যবধানে মানিকছড়িতে আবারও অস্ত্র,চাঁদাবাজির রশিদ বই ও সরঞ্জামাদিসহ ৩ ইউপিডিএফ সন্ত্রাসীকে আটক করেছে নিরাপত্তা বাহিনী।

সেনাবাহিনী সূত্রে জানা গেছে,গুইমারা রিজিয়নের অধীনস্থ সিন্দুকছড়ি জোন নিয়ন্ত্রিত রামগড়-মানিকছড়ি উপজেলার বাটনাতলী ও পাতাছড়া ইউনিয়নের বেশ কিছু এলাকায় উপজাতী সশস্ত্র সন্ত্রাসীর আধিপত্য বিস্তারে ওই জনপদে চাঁদাবাজি, অপকর্ম অব্যাহত থাকায় বাটনাতলী ক্যাম্পের সেনাবাহিনী গত ৬ জুনে অভিযান চালিয়ে ইউপিডিএফের সংগঠক অপু ত্রিপুরাকে অস্ত্র, চাঁদাবাজির টাকা ও ব্যাপক সরঞ্জামাদিসহ আটকের এক মাস যেতে না যেতে আবারও ওই জনপদে ইউপিডিএফ সন্ত্রাসীরা আনা-গোনা শুরু করায় গোপন সংবাদে ১১ জুলাই গভীর রাতে বাটনাতলী ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন ওয়ালী উল্লাহ’র নেতৃত্বে একদল সেনাসদস্য মরা কয়লা নামক এলাকায় অভিযান চালিয়ে ইউপিডিএফ সন্ত্রাসী ১.ইন্দ্র কুমার ওরপে সুমন চাকমা(৩০) পিতা- আশিক কুমার চাকমা, ২. ডবমল চাকমা(৩১),পিতা- মনেব কুমার চাকমা,৩. ডনলংধন চাকমা (৩৫).পিতা- করিকে চাকমা। 

সর্ব সাং- কালাপানি,রামগড়,খাগড়াছড়িকে ২টি একনালা বন্দুক, ৬টি চাঁদা আদায়ের রশিদ বই, ৪টি মোবাইল, ৯টি ইউপিডিএফ মূল দলের পতাকাসহ আটক করা হয়।

পরে আটক ব্যক্তিদের মানিকছড়ি ক্যাম্পে এনে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। এ ব্যাপারে ঘটনার সত্যতা স্বীকার করে ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন ওয়ালী উল্লাহ বলেন, ১২ জুলাই সন্ধ্যায় আটককৃত সন্ত্রাসীদেরকে মানিকছড়ি থানায় সোর্পদ করা হবে।

বিজনেস বাংলাদেশ/ এ আর