১০:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪

কোভিড ভ্যাকসিন তৈরিতে এগিয়ে ভারত: বিল গেটস

মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস

মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস একথা বলেন স্ক্রল ডট ইনের সঙ্গে একটি ইন্টারভিউতে। ইন্টারভিউতে গতকাল প্রকাশিত হয়। তিনি বলেন, শুধু নিজ দেশ নয় সমগ্র বিশ্বের জন্য করোনার ভ্যাকসিন তৈরির ক্ষমতা রাখে ভারত।

হাফিংটন পোস্ট জানায়, ভ্যাকসিনের কাজে বিল গেটস ফাউন্ডেশন এরিমধ্যে ভারত সরকারের সঙ্গে অংশীদারিত্বের চুক্তি করেছে । তারা ভারতকে অর্থ সাহায্যও করছে। বিল গেটসের ফাউন্ডেশন বিহার ও উত্তর প্রদেশে কাজ করছে বলেও জানান গেটস।

একটি ডকুমেন্টরিতে এ কথা বলেন বিল গেটস। এটি আগামী বৃহস্পতিবার রাতে ডিসকভারি প্লাস চ্যানেলে প্রচারিত হবে।

তিনি বলেন, ভারত সমগ্র বিশ্বের কথাই ভাবছে। কিন্তু কাজটা অনেক নীরবে করছে। তাই ভারত আগস্টের ভেতরে সারা বিশ্বে করোনার ভ্যাকসিন পৌঁছে দেবে বলে আশা করা যায়।

গত মাসে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে ভিডিও কনফারেন্সে কথা বলার সময় বিল গেটস বলেছিলেন, করোনা মোকাবিলা এবং ভ্যাকসিনের গবেষণা দুক্ষেত্রেই ভারতের ভূমিকা প্রশংসনীয়। ডকুমেন্টরিতে বিল গেটস আরো বলেন, ভারতের সক্ষমতা দারুণ। সাড়া বিশ্বে এখন যত ভ্যাকসিন তৈরি হচ্ছে শুধু ভারতেই তার থেকে বেশি ভ্যাকসিন তৈরি হচ্ছে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

জনপ্রিয়

একজন ব্যবসায়ী বান্ধব নেতা ওয়াহিদুল হাসান দিপু

কোভিড ভ্যাকসিন তৈরিতে এগিয়ে ভারত: বিল গেটস

প্রকাশিত : ০৫:০৭:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২০

মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস একথা বলেন স্ক্রল ডট ইনের সঙ্গে একটি ইন্টারভিউতে। ইন্টারভিউতে গতকাল প্রকাশিত হয়। তিনি বলেন, শুধু নিজ দেশ নয় সমগ্র বিশ্বের জন্য করোনার ভ্যাকসিন তৈরির ক্ষমতা রাখে ভারত।

হাফিংটন পোস্ট জানায়, ভ্যাকসিনের কাজে বিল গেটস ফাউন্ডেশন এরিমধ্যে ভারত সরকারের সঙ্গে অংশীদারিত্বের চুক্তি করেছে । তারা ভারতকে অর্থ সাহায্যও করছে। বিল গেটসের ফাউন্ডেশন বিহার ও উত্তর প্রদেশে কাজ করছে বলেও জানান গেটস।

একটি ডকুমেন্টরিতে এ কথা বলেন বিল গেটস। এটি আগামী বৃহস্পতিবার রাতে ডিসকভারি প্লাস চ্যানেলে প্রচারিত হবে।

তিনি বলেন, ভারত সমগ্র বিশ্বের কথাই ভাবছে। কিন্তু কাজটা অনেক নীরবে করছে। তাই ভারত আগস্টের ভেতরে সারা বিশ্বে করোনার ভ্যাকসিন পৌঁছে দেবে বলে আশা করা যায়।

গত মাসে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে ভিডিও কনফারেন্সে কথা বলার সময় বিল গেটস বলেছিলেন, করোনা মোকাবিলা এবং ভ্যাকসিনের গবেষণা দুক্ষেত্রেই ভারতের ভূমিকা প্রশংসনীয়। ডকুমেন্টরিতে বিল গেটস আরো বলেন, ভারতের সক্ষমতা দারুণ। সাড়া বিশ্বে এখন যত ভ্যাকসিন তৈরি হচ্ছে শুধু ভারতেই তার থেকে বেশি ভ্যাকসিন তৈরি হচ্ছে।

বিজনেস বাংলাদেশ/ এ আর