০৫:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪

বাসাইলে বিদ্যুৎপৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু

প্রতীকী ছবি

টাঙ্গাইলের বাসাইলে ইঞ্জিনচালিত নৌকা চালাতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে শিপন সরকার (৩৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) বিকালে বাসাইল গোবিন্দ সরকারী উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। বাসাইল পৌরসভার ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর আলহাজ সাজ্জাদ হোসেন আলাল এ তথ্যটি নিশ্চিত করেছেন। শিপন বাসাইল পূর্বপাড়ার মৃত পূন্য সরকারের ছেলে। তিনি মাটি কাটার শ্রমিকের কাজ করতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকালে শিপন মাটির কাজ শেষে ইঞ্জিনচালিত নৌকা নিয়ে ঘাটে রাখার জন্য যাচ্ছিলেন। এসময় নৌকা নিয়ে গোবিন্দ সরকারী উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় পৌঁছালে সেখানে থাকা বিদ্যুতের তারের সঙ্গে শিপনের স্পর্শ লাগে। এঘটনায় তিনি নৌকা থেকে পড়ে যান। এসময় নৌকায় থাকা লোকজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। সেখান থেকে তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিজনেস বাংলাদেশ/ এ আর

জনপ্রিয়

সীতাকুণ্ডে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৭

বাসাইলে বিদ্যুৎপৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু

প্রকাশিত : ০৬:৫৩:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২০

টাঙ্গাইলের বাসাইলে ইঞ্জিনচালিত নৌকা চালাতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে শিপন সরকার (৩৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) বিকালে বাসাইল গোবিন্দ সরকারী উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। বাসাইল পৌরসভার ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর আলহাজ সাজ্জাদ হোসেন আলাল এ তথ্যটি নিশ্চিত করেছেন। শিপন বাসাইল পূর্বপাড়ার মৃত পূন্য সরকারের ছেলে। তিনি মাটি কাটার শ্রমিকের কাজ করতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকালে শিপন মাটির কাজ শেষে ইঞ্জিনচালিত নৌকা নিয়ে ঘাটে রাখার জন্য যাচ্ছিলেন। এসময় নৌকা নিয়ে গোবিন্দ সরকারী উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় পৌঁছালে সেখানে থাকা বিদ্যুতের তারের সঙ্গে শিপনের স্পর্শ লাগে। এঘটনায় তিনি নৌকা থেকে পড়ে যান। এসময় নৌকায় থাকা লোকজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। সেখান থেকে তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিজনেস বাংলাদেশ/ এ আর