০১:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪

ফের করোনায় বিশ্বে ৬ হাজারের বেশি মৃত্যু

তিন দিনের ব্যবধানে সারা বিশ্বে ফের করোনাভাইরাসে ৬ হাজারের বেশি মৃত্যু হয়েছে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে আড়াই লাখের বেশি।

পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, সারা বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ২ কোটি ৫ লাখ ২২ হাজার ১৯১ জন মানুষ। আর মারা গেছেন ৭ লাখ ৪৫ হাজার ৯২৭ জন। তবে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ কোটি ৩৪ লাখ ৪১ হাজারেরও বেশি।

এদিকে, করোনায় আক্রান্ত ও মৃতের দিকে থেকে প্রথম সারিতে অবস্থান করছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার প্রায় দুই সপ্তাহ পর দেশটিতে একদিনে মারা গেছেন ১ হাজার ৪০০-এর বেশি মানুষ। এ নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬৭ হাজার ৭৪৯ জন। আর আক্রান্ত হয়েছেন ৫৩ লাখ ৫ হাজার ৯৫৭ জন।

এ ছাড়া ব্রাজিল ও ভারত যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় সারিতে অবস্থান করছে। ব্রাজিলে ৩১ লাখ ১২ হাজারেরও বেশি মানুষ করোনা আক্রান্ত হয়েছেন। আর মারা গেছেন ১ লাখ ৩ হাজারের বেশি।

আর বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারতে আক্রান্ত হয়েছে ২৩ লাখ ২৮ হাজারের বেশি মানুষ। মারা গেছেন ৪৬ হাজার ১০০-এর বেশি।

বিজনেস বাংলাদেশ/ এস শিকদার

জনপ্রিয়

একজন ব্যবসায়ী বান্ধব নেতা ওয়াহিদুল হাসান দিপু

ফের করোনায় বিশ্বে ৬ হাজারের বেশি মৃত্যু

প্রকাশিত : ১১:০৪:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২০

তিন দিনের ব্যবধানে সারা বিশ্বে ফের করোনাভাইরাসে ৬ হাজারের বেশি মৃত্যু হয়েছে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে আড়াই লাখের বেশি।

পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, সারা বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ২ কোটি ৫ লাখ ২২ হাজার ১৯১ জন মানুষ। আর মারা গেছেন ৭ লাখ ৪৫ হাজার ৯২৭ জন। তবে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ কোটি ৩৪ লাখ ৪১ হাজারেরও বেশি।

এদিকে, করোনায় আক্রান্ত ও মৃতের দিকে থেকে প্রথম সারিতে অবস্থান করছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার প্রায় দুই সপ্তাহ পর দেশটিতে একদিনে মারা গেছেন ১ হাজার ৪০০-এর বেশি মানুষ। এ নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬৭ হাজার ৭৪৯ জন। আর আক্রান্ত হয়েছেন ৫৩ লাখ ৫ হাজার ৯৫৭ জন।

এ ছাড়া ব্রাজিল ও ভারত যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় সারিতে অবস্থান করছে। ব্রাজিলে ৩১ লাখ ১২ হাজারেরও বেশি মানুষ করোনা আক্রান্ত হয়েছেন। আর মারা গেছেন ১ লাখ ৩ হাজারের বেশি।

আর বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারতে আক্রান্ত হয়েছে ২৩ লাখ ২৮ হাজারের বেশি মানুষ। মারা গেছেন ৪৬ হাজার ১০০-এর বেশি।

বিজনেস বাংলাদেশ/ এস শিকদার