০৬:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪

বগুড়ায় কুকুরের কামড়ে ৩ শিশুসহ আহত ৪

বগুড়ার ধুনটে বেওয়ারিশ কুকুরের কামড়ে এক নারী ও তিন শিশু গুরুতর আহত হয়েছে।

রবিবার সকাল ১০টার দিকে উপজেলার মথুরাপুর ইউনিয়নের কাশিয়াহাটা গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হল- কাশিয়াহাটা গ্রামের মৃত শফি মিয়ার ছেলে আব্দুর রহিম (৭), একই গ্রামের শাহিনুর ইসলামের ছেলে ফয়সাল আহমেদ (৩), মজুমদারের ছেলে জুনাইদ ইসলাম (৫) এবং আনজেরা বেগম (৪৫)।

এ ঘটনার পর থেকেই আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় এলাকাবাসী।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে মথুরাপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে কয়েকটি বেওয়ারিশ কুকুর এলোমেলোভাবে ঘোরাফেরা করে আসছে। রবিবার সকালে একটি কুকুর কাশিয়াহাটা গ্রামে ঢুকে শিশু আব্দুর রহিম, ফয়সাল আহমেদ, জুনাইদ ইসলাম ও আনজেরা বেগমকে কামড়িয়ে গুরুতর আহত করে।
তবে ধুনট উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা হাসানুল হাসিব বলেন, হাসপাতালে দীর্ঘদিন ধরে কোনও ভ্যাকসিন সরবরাহ করা হচ্ছে না। তাই রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন কিনতে হচ্ছে।

বগুড়ার ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্জয় কুমার মহন্ত বলেন, কুকুরের উপদ্রপ বৃদ্ধি হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এবং হাসপাতালে কেন ভ্যাকসিন সরবরাহ করা হচ্ছে না এ ব্যাপারেও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

জনপ্রিয়

একজন ব্যবসায়ী বান্ধব নেতা ওয়াহিদুল হাসান দিপু

বগুড়ায় কুকুরের কামড়ে ৩ শিশুসহ আহত ৪

প্রকাশিত : ১২:১৫:০১ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২০

বগুড়ার ধুনটে বেওয়ারিশ কুকুরের কামড়ে এক নারী ও তিন শিশু গুরুতর আহত হয়েছে।

রবিবার সকাল ১০টার দিকে উপজেলার মথুরাপুর ইউনিয়নের কাশিয়াহাটা গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হল- কাশিয়াহাটা গ্রামের মৃত শফি মিয়ার ছেলে আব্দুর রহিম (৭), একই গ্রামের শাহিনুর ইসলামের ছেলে ফয়সাল আহমেদ (৩), মজুমদারের ছেলে জুনাইদ ইসলাম (৫) এবং আনজেরা বেগম (৪৫)।

এ ঘটনার পর থেকেই আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় এলাকাবাসী।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে মথুরাপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে কয়েকটি বেওয়ারিশ কুকুর এলোমেলোভাবে ঘোরাফেরা করে আসছে। রবিবার সকালে একটি কুকুর কাশিয়াহাটা গ্রামে ঢুকে শিশু আব্দুর রহিম, ফয়সাল আহমেদ, জুনাইদ ইসলাম ও আনজেরা বেগমকে কামড়িয়ে গুরুতর আহত করে।
তবে ধুনট উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা হাসানুল হাসিব বলেন, হাসপাতালে দীর্ঘদিন ধরে কোনও ভ্যাকসিন সরবরাহ করা হচ্ছে না। তাই রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন কিনতে হচ্ছে।

বগুড়ার ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্জয় কুমার মহন্ত বলেন, কুকুরের উপদ্রপ বৃদ্ধি হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এবং হাসপাতালে কেন ভ্যাকসিন সরবরাহ করা হচ্ছে না এ ব্যাপারেও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

বিজনেস বাংলাদেশ/ এ আর