০৯:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪

টটেনহ্যামের হার দিয়ে শুরু

ইংলিশ প্রিমিয়ার লিগের শুরুটা ভালো হল না হোসে মরিনহোর টটেনহ্যামের। রবিবার স্পার্সদের ১-০ গোলে হারিয়ে লিগে দারুণ শুরু পেয়েছে এভারটন। যাদের ডাগ আউটে কার্লো আনচেলত্তি।

অর্থাৎ আনচেলত্তির কাছে হেরে লিগ শুরু হল মরিনহোর। কোচিং ক্যারিয়ারে আগে কখনোই মৌসুমের প্রথম লিগ ম্যাচে হারেননি মরিনহো। আগের ১৮ মৌসুমে ১১ বার জয় ও ৭বার ড্রয়ে শুরু করেছিলেন। এবার হারের বেদনায় পুড়তে হলো।

আনচেলত্তিকে কোচ হিসেবে নিয়োগ দেওয়া এভারটন এবার বদলে যাওয়া দল বলতে হবে। সেই দলটাকে এদিন জয় উপহার দিয়েছেন ডোমিনিক কালভার্ট-লুইন। প্রতিপক্ষের মাঠে ৫৫ মিনিটে দুর্দান্ত হেডে একমাত্র গোলটি করেন তিনি।

লুকাস দিনিয়ের সুইং ফ্রিক থেকে উড়ে আসা বলে হেড করেন কালভার্ট-লুইন। টটেনহ্যাম গোলরক্ষক হুগো লরিসকে কোনো সুযোগই দেননি। তার পাওয়ার হেড জালে জড়ায়। লরিসকে শুধু দর্শক হয়ে তা দেখতে হয়েছে।

মরিনহো অবশ্য গোলটি নিয়ে আপত্তি জানান। তার দাবি কালভার্ট-লুইনের পজিশন ঠিক ছিল না।

২০১২ সালের পর টটেনহ্যামের বিপক্ষে এই প্রথম জয়ের স্বাদ পেল এভারটন। গত মৌসুমটা ১২তম স্থানে থেকে শেষ করেছিল তারা। ২০০৩-০৪ মৌসুমের পর যা তাদের সবচেয়ে বাজে ফল। বড় স্বপ্ন নিয়েই তারা ডাগআউটে এবার আনসেলোত্তিকে এনেছে।

এদিকে মরিনহোর অধীনে টটেনহ্যাম ৬ নম্বরে থেকে শেষ করেছিল গত মৌসুম। এ মৌসুমে কেমন করে সেটিই এখন দেখার।

বিজনেস বাংলাদেশ/ এস শিকদার

জনপ্রিয়

গাজাজুড়ে ইসরায়েলের নৃশংস হামলা, নারী-শিশুসহ নিহত ২৮

টটেনহ্যামের হার দিয়ে শুরু

প্রকাশিত : ১১:৪৬:২৭ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২০

ইংলিশ প্রিমিয়ার লিগের শুরুটা ভালো হল না হোসে মরিনহোর টটেনহ্যামের। রবিবার স্পার্সদের ১-০ গোলে হারিয়ে লিগে দারুণ শুরু পেয়েছে এভারটন। যাদের ডাগ আউটে কার্লো আনচেলত্তি।

অর্থাৎ আনচেলত্তির কাছে হেরে লিগ শুরু হল মরিনহোর। কোচিং ক্যারিয়ারে আগে কখনোই মৌসুমের প্রথম লিগ ম্যাচে হারেননি মরিনহো। আগের ১৮ মৌসুমে ১১ বার জয় ও ৭বার ড্রয়ে শুরু করেছিলেন। এবার হারের বেদনায় পুড়তে হলো।

আনচেলত্তিকে কোচ হিসেবে নিয়োগ দেওয়া এভারটন এবার বদলে যাওয়া দল বলতে হবে। সেই দলটাকে এদিন জয় উপহার দিয়েছেন ডোমিনিক কালভার্ট-লুইন। প্রতিপক্ষের মাঠে ৫৫ মিনিটে দুর্দান্ত হেডে একমাত্র গোলটি করেন তিনি।

লুকাস দিনিয়ের সুইং ফ্রিক থেকে উড়ে আসা বলে হেড করেন কালভার্ট-লুইন। টটেনহ্যাম গোলরক্ষক হুগো লরিসকে কোনো সুযোগই দেননি। তার পাওয়ার হেড জালে জড়ায়। লরিসকে শুধু দর্শক হয়ে তা দেখতে হয়েছে।

মরিনহো অবশ্য গোলটি নিয়ে আপত্তি জানান। তার দাবি কালভার্ট-লুইনের পজিশন ঠিক ছিল না।

২০১২ সালের পর টটেনহ্যামের বিপক্ষে এই প্রথম জয়ের স্বাদ পেল এভারটন। গত মৌসুমটা ১২তম স্থানে থেকে শেষ করেছিল তারা। ২০০৩-০৪ মৌসুমের পর যা তাদের সবচেয়ে বাজে ফল। বড় স্বপ্ন নিয়েই তারা ডাগআউটে এবার আনসেলোত্তিকে এনেছে।

এদিকে মরিনহোর অধীনে টটেনহ্যাম ৬ নম্বরে থেকে শেষ করেছিল গত মৌসুম। এ মৌসুমে কেমন করে সেটিই এখন দেখার।

বিজনেস বাংলাদেশ/ এস শিকদার