০১:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪

বিশ্বকাপ না জিতিয়ে অবসরে যাচ্ছেন না সাকিব

বাংলাদেশ দলকে বিশ্বকাপ না জিতিয়ে অবসরে যাচ্ছেন না বলে জানিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। গতকাল বৃহস্পতিবার (১ এপ্রিল) রাতে ফেসবুক লাইভে এসে এক সাক্ষাতকার দেয়ার সময় সঞ্চালকের এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।

লাইভে সাকিব আল হাসান-কে প্রশ্ন করা হয়, ‘বাংলাদেশ বিশ্বকাপ জিতবে কবে?’ জবাবে সাকিব বলেন, ‘২০২৩।’

সঙ্গে সঙ্গে সঞ্চালক প্রশ্ন করেন, ‘কেনো?’ সাকিব উত্তর দেন, ‘আমার শেষ বিশ্বকাপ।’
সঞ্চালক হাসতে হাসতে বলেন, ‘এটা রেকর্ড হচ্ছে। ২০২৩ সালে আমরা বিশ্বকাপ জিতবো। যদি না জিতি তাহলে ক্লিপটা ছেড়ে দিতে হবে।’

এরপরই সাকিব বলেন, ‘না জিতলে ২০২৭ পর্যন্ত খেলবো।’

সঞ্চালক যোগ করেন, ‘বিশ্বকাপ জিতিয়েই আপনি অবসরে যাবেন।’

সাকিব বলেন, ‘ইন শা ল্লাহ’।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলতে ভারতে অবস্থান করছেন সাকিব আল হাসান। কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) ক্যাম্পে যোগ দেয়ার আগে ১৪ দিনের কোয়ারেন্টিনে রয়েছেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় তারকা। শুক্রবার (২ এপ্রিল) বাংলাদেশ সময় বিকেল পাঁচটায় কলকাতা নাইট রাইডার্সের ইনস্টাগ্রামে লাইভ হবেন তিনি।

এক ভিডিও বার্তায় সাকিব আল হাসান বলেন, ‘কেকেআরের ফ্যানসরা কেমন আছেন? নিশ্চয়ই অনেক এক্সাইটেড, আমিও এক্সাইটেড কেকেআরে আবারও যোগ করতে পেরে। ইনস্টাগ্রাম লাইভে আমার সঙ্গে যুক্ত হোন। আমার জন্য প্রশ্ন তৈরি করুন। চেষ্টা করবো বেশিরভাগ উত্তর দেয়ার। দেখা হচ্ছে দ্রুত।’

বিজনেস বাংলাদেশ/ এস শিকদার

জনপ্রিয়

সীতাকুণ্ডে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৭

বিশ্বকাপ না জিতিয়ে অবসরে যাচ্ছেন না সাকিব

প্রকাশিত : ১২:০৪:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২ এপ্রিল ২০২১

বাংলাদেশ দলকে বিশ্বকাপ না জিতিয়ে অবসরে যাচ্ছেন না বলে জানিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। গতকাল বৃহস্পতিবার (১ এপ্রিল) রাতে ফেসবুক লাইভে এসে এক সাক্ষাতকার দেয়ার সময় সঞ্চালকের এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।

লাইভে সাকিব আল হাসান-কে প্রশ্ন করা হয়, ‘বাংলাদেশ বিশ্বকাপ জিতবে কবে?’ জবাবে সাকিব বলেন, ‘২০২৩।’

সঙ্গে সঙ্গে সঞ্চালক প্রশ্ন করেন, ‘কেনো?’ সাকিব উত্তর দেন, ‘আমার শেষ বিশ্বকাপ।’
সঞ্চালক হাসতে হাসতে বলেন, ‘এটা রেকর্ড হচ্ছে। ২০২৩ সালে আমরা বিশ্বকাপ জিতবো। যদি না জিতি তাহলে ক্লিপটা ছেড়ে দিতে হবে।’

এরপরই সাকিব বলেন, ‘না জিতলে ২০২৭ পর্যন্ত খেলবো।’

সঞ্চালক যোগ করেন, ‘বিশ্বকাপ জিতিয়েই আপনি অবসরে যাবেন।’

সাকিব বলেন, ‘ইন শা ল্লাহ’।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলতে ভারতে অবস্থান করছেন সাকিব আল হাসান। কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) ক্যাম্পে যোগ দেয়ার আগে ১৪ দিনের কোয়ারেন্টিনে রয়েছেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় তারকা। শুক্রবার (২ এপ্রিল) বাংলাদেশ সময় বিকেল পাঁচটায় কলকাতা নাইট রাইডার্সের ইনস্টাগ্রামে লাইভ হবেন তিনি।

এক ভিডিও বার্তায় সাকিব আল হাসান বলেন, ‘কেকেআরের ফ্যানসরা কেমন আছেন? নিশ্চয়ই অনেক এক্সাইটেড, আমিও এক্সাইটেড কেকেআরে আবারও যোগ করতে পেরে। ইনস্টাগ্রাম লাইভে আমার সঙ্গে যুক্ত হোন। আমার জন্য প্রশ্ন তৈরি করুন। চেষ্টা করবো বেশিরভাগ উত্তর দেয়ার। দেখা হচ্ছে দ্রুত।’

বিজনেস বাংলাদেশ/ এস শিকদার