১০:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪

রাশেদ চৌধুরীকে দেশে ফেরত আনার আশা পররাষ্ট্রমন্ত্রীর

ফাইল ছবি

আইনি প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রে পালিয়ে থাকা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি রাশেদ চৌধুরীকে বাংলাদেশে ফেরত আনা যাবে বলে আশা প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ.কে আব্দুল মোমেন।

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) নিউইয়র্কের স্থানীয় সময় সন্ধ্যায় হোটেল লোটে নিউইয়র্ক প্যালেসে এক সংবাদ ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।

রাশেদ চৌধুরীকে বাংলাদেশে ফেরত নেওয়া প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এটা একটা আইনি প্রক্রিয়া। আমরা সেই আইনি প্রক্রিয়াটা চালিয়ে যাচ্ছি। যুক্তরাষ্ট্রে আইনি প্রক্রিয়া অনেক সময় সাপেক্ষ, কিন্তু আমরা সব সময় আশাবাদী।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইতোপূর্বে আমরা এদেশ (যুক্তরাষ্ট্র) থেকে একজনকে আইনি প্রক্রিয়ায় বাংলাদেশে নিয়ে বিচারের মুখোমুখি করা হয়েছে। আমাদের বিশ্বাস এ লোকটাও আইনি প্রক্রিয়ায় বিশেষ করে তাকে আমরা দেশে নিয়ে যাবো। সে সত্যিকার অর্থে বিচারের মুখোমুখি হবে।

জাতির পিতার খুনীদের মধ্যে দুই দফায় ছয় জনের ফাঁসি কার্যকর হয়েছে। বাকি পাঁচজন বিভিন্ন দেশে পালিয়ে আছে।

তারা হলেন- আব্দুর রশীদ, শরীফুল হক ডালিম, মোসলেম উদ্দিন, রাশেদ চৌধুরী ও এবিএমএইচ নূর চৌধুরী।

এরমধ্যে রাশেদ চৌধুরী যুক্তরাষ্ট্রে এবং নূর চৌধুরী কানাডায় অবস্থান করছেন। বাংলাদেশের বারবার দাবির পরও তাদের ফেরত পাঠানো হয়নি। বাকি তিনজনের কোনো খোঁজ এখন পর্যন্ত পাওয়া যায়নি।

বিজনেস বাংলাদেশ/ এস শিকদার

জনপ্রিয়

একজন ব্যবসায়ী বান্ধব নেতা ওয়াহিদুল হাসান দিপু

রাশেদ চৌধুরীকে দেশে ফেরত আনার আশা পররাষ্ট্রমন্ত্রীর

প্রকাশিত : ০৩:৪১:৫০ অপরাহ্ন, বুধবার, ২২ সেপ্টেম্বর ২০২১

আইনি প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রে পালিয়ে থাকা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি রাশেদ চৌধুরীকে বাংলাদেশে ফেরত আনা যাবে বলে আশা প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ.কে আব্দুল মোমেন।

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) নিউইয়র্কের স্থানীয় সময় সন্ধ্যায় হোটেল লোটে নিউইয়র্ক প্যালেসে এক সংবাদ ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।

রাশেদ চৌধুরীকে বাংলাদেশে ফেরত নেওয়া প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এটা একটা আইনি প্রক্রিয়া। আমরা সেই আইনি প্রক্রিয়াটা চালিয়ে যাচ্ছি। যুক্তরাষ্ট্রে আইনি প্রক্রিয়া অনেক সময় সাপেক্ষ, কিন্তু আমরা সব সময় আশাবাদী।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইতোপূর্বে আমরা এদেশ (যুক্তরাষ্ট্র) থেকে একজনকে আইনি প্রক্রিয়ায় বাংলাদেশে নিয়ে বিচারের মুখোমুখি করা হয়েছে। আমাদের বিশ্বাস এ লোকটাও আইনি প্রক্রিয়ায় বিশেষ করে তাকে আমরা দেশে নিয়ে যাবো। সে সত্যিকার অর্থে বিচারের মুখোমুখি হবে।

জাতির পিতার খুনীদের মধ্যে দুই দফায় ছয় জনের ফাঁসি কার্যকর হয়েছে। বাকি পাঁচজন বিভিন্ন দেশে পালিয়ে আছে।

তারা হলেন- আব্দুর রশীদ, শরীফুল হক ডালিম, মোসলেম উদ্দিন, রাশেদ চৌধুরী ও এবিএমএইচ নূর চৌধুরী।

এরমধ্যে রাশেদ চৌধুরী যুক্তরাষ্ট্রে এবং নূর চৌধুরী কানাডায় অবস্থান করছেন। বাংলাদেশের বারবার দাবির পরও তাদের ফেরত পাঠানো হয়নি। বাকি তিনজনের কোনো খোঁজ এখন পর্যন্ত পাওয়া যায়নি।

বিজনেস বাংলাদেশ/ এস শিকদার