০৪:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪

পাপুয়া নিউগিনিকে ১৬৬ রানের লক্ষ্য ছুড়ে দিলো স্কটল্যান্ড

শুরুটা তেমন ভালো ছিল না। ২৬ রানে নেই ২ উইকেট। নবাগত পাপুয়া নিউগিনির বোলাররা বেশ চেপেই ধরেছিলেন স্কটল্যান্ডকে। সেখান থেকে দারুণভাবে ঘুরে দাঁড়ায় স্কটিশরা।

টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপর্বের ম্যাচে ম্যাথিউ ক্রস আর রিচি বেরিংটনের ব্যাটে চড়ে ৯ উইকেটে ১৬৫ রান তুলেছে স্কটল্যান্ড। অর্থাৎ জিততে হলে ১৬৬ করতে হবে পাপুয়া নিউগিনিকে।

আল আমেরাতে টস জিতে ব্যাটিং বেছে নেয় স্কটল্যান্ড। দুই ওপেনার ১৩ বলে এনে দেন ২২ রান। কাইল কোয়েতজার ছিলেন বাড়তি সতর্ক। কিন্তু স্কটিশ অধিনায়কের সেই সতর্কতায় কাজ হয়নি।

তৃতীয় ওভারে বাঁহাতি পেসার কাবুয়া মোরেয়ার দারুণ এক ডেলিভারিতে বোল্ড হন কোয়েতজার (৬ বলে ৬)। আরেক ওপেনার জর্জ মুনসে তার তুলনায় মারমুখী ছিলেন।

কিন্তু পরের ওভারে তিনিও সাজঘরের পথ ধরেন। চাদ সপারকে তুলে মারতে গিয়ে বাউন্ডারিতে ক্যাচ হন মুনসে (১০ বলে ১৫)। ২৬ রানে ২ উইকেট হারিয়ে বিপদে পড়ে স্কটিশরা।

সেখান থেকে ম্যাথিউ ক্রস আর রিচি বেরিংটনের দারুণ এক জুটিতে ঘুরে দাঁড়ায় স্কটল্যান্ড। তৃতীয় উইকেটে ৬৫ বলে ৯২ রান যোগ করে দলকে ভালো অবস্থানে পৌঁছে দেন এই যুগল।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

জনপ্রিয়

পাপুয়া নিউগিনিকে ১৬৬ রানের লক্ষ্য ছুড়ে দিলো স্কটল্যান্ড

প্রকাশিত : ০৫:৪৪:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অক্টোবর ২০২১

শুরুটা তেমন ভালো ছিল না। ২৬ রানে নেই ২ উইকেট। নবাগত পাপুয়া নিউগিনির বোলাররা বেশ চেপেই ধরেছিলেন স্কটল্যান্ডকে। সেখান থেকে দারুণভাবে ঘুরে দাঁড়ায় স্কটিশরা।

টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপর্বের ম্যাচে ম্যাথিউ ক্রস আর রিচি বেরিংটনের ব্যাটে চড়ে ৯ উইকেটে ১৬৫ রান তুলেছে স্কটল্যান্ড। অর্থাৎ জিততে হলে ১৬৬ করতে হবে পাপুয়া নিউগিনিকে।

আল আমেরাতে টস জিতে ব্যাটিং বেছে নেয় স্কটল্যান্ড। দুই ওপেনার ১৩ বলে এনে দেন ২২ রান। কাইল কোয়েতজার ছিলেন বাড়তি সতর্ক। কিন্তু স্কটিশ অধিনায়কের সেই সতর্কতায় কাজ হয়নি।

তৃতীয় ওভারে বাঁহাতি পেসার কাবুয়া মোরেয়ার দারুণ এক ডেলিভারিতে বোল্ড হন কোয়েতজার (৬ বলে ৬)। আরেক ওপেনার জর্জ মুনসে তার তুলনায় মারমুখী ছিলেন।

কিন্তু পরের ওভারে তিনিও সাজঘরের পথ ধরেন। চাদ সপারকে তুলে মারতে গিয়ে বাউন্ডারিতে ক্যাচ হন মুনসে (১০ বলে ১৫)। ২৬ রানে ২ উইকেট হারিয়ে বিপদে পড়ে স্কটিশরা।

সেখান থেকে ম্যাথিউ ক্রস আর রিচি বেরিংটনের দারুণ এক জুটিতে ঘুরে দাঁড়ায় স্কটল্যান্ড। তৃতীয় উইকেটে ৬৫ বলে ৯২ রান যোগ করে দলকে ভালো অবস্থানে পৌঁছে দেন এই যুগল।

বিজনেস বাংলাদেশ/বিএইচ