০৫:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪

ভারতের কয়েকটি প্রদেশে বন্যা-ভূমিধস, ৩১ প্রাণহানি

শনিবার ভারতের হিমাচল, ঝাড়খণ্ড, উড়িষ্যা ও উত্তরাখণ্ডে ভারী বৃষ্টিপাতে আকস্মিক বন্যা ও ভূমিধসে ৩১ জন প্রাণ হারিয়েছেন। শুক্রবার থেকে এসব জায়গায় অতিবর্ষণে ভূমিধস দেখা দিয়েছে। খবর এনডিটিভির। উপ-কমিশনার অরিন্দম চৌধুরী নিউজ এজেন্সি পিটিআইকে বলেন, আকস্মিক বন্যায় হিমাচল প্রদেশেই ২২ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে একই পরিবারের ৮ জন রয়েছে। এছাড়া মান্দিতে নিখোঁজ ৬ জন মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে।

উত্তরাখণ্ডে মেঘ বিস্ফোরণে চারজনের প্রাণহানির খবর পাওয়া গেছে। এখনও নিখোঁজ ১০ জন। স্থানীয় নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় গুরুত্বপূর্ণ একটি সেতু ভেঙে ভেসে গেছে। ঝুঁকি এড়াতে সেখানকার কয়েক হাজার বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে। উড়িষ্যা অঙ্গরাজ্যে ৫০০ গ্রাম বন্যার কবলে রয়েছে। এতে প্রায় সাড়ে ৪ লাখ মানুষ পানিবন্দি। বৃষ্টিপাতে তলিয়ে গেছে অনেক ফসলি জমি। এখন পর্যন্ত ৪ জনের মত্যুর খবর পাওয়া গেছে রাজ্যটি থেকে।

রাজ্য সরকার ময়ূরভঞ্জ, কেন্দ্রপাড়া এবং বালাসোরসহ বেশ কয়েকটি জেলায় উদ্ধার ও ত্রাণ সদস্যদের মোতায়েন করেছে সরকার। প্লাবিত মহানদীতে শনিবার প্রবল স্রোতে একটি নৌকা ভেসে গেলে ৭০ জনকে উদ্ধার করা হয়েছে। ঝাড়খণ্ডের বেশ কয়েকটি জেলায় বহু গাছ ও বিদ্যুতের খুঁটি উপড়ে গেছে এবং নিচু এলাকা তলিয়ে গেছে। রাজ্য কর্মকর্তারা জানিয়েছেন, পশ্চিম সিংভূমে একটি মাটির বাড়ির দেয়াল ভেঙে চাপা পড়ে এক নারীর মৃত্যু হয়েছে।

বিজনেস বাংলাদেশ/হাবিব

জনপ্রিয়

সীতাকুণ্ডে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৭

ভারতের কয়েকটি প্রদেশে বন্যা-ভূমিধস, ৩১ প্রাণহানি

প্রকাশিত : ১১:১৪:০২ পূর্বাহ্ন, রবিবার, ২১ অগাস্ট ২০২২

শনিবার ভারতের হিমাচল, ঝাড়খণ্ড, উড়িষ্যা ও উত্তরাখণ্ডে ভারী বৃষ্টিপাতে আকস্মিক বন্যা ও ভূমিধসে ৩১ জন প্রাণ হারিয়েছেন। শুক্রবার থেকে এসব জায়গায় অতিবর্ষণে ভূমিধস দেখা দিয়েছে। খবর এনডিটিভির। উপ-কমিশনার অরিন্দম চৌধুরী নিউজ এজেন্সি পিটিআইকে বলেন, আকস্মিক বন্যায় হিমাচল প্রদেশেই ২২ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে একই পরিবারের ৮ জন রয়েছে। এছাড়া মান্দিতে নিখোঁজ ৬ জন মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে।

উত্তরাখণ্ডে মেঘ বিস্ফোরণে চারজনের প্রাণহানির খবর পাওয়া গেছে। এখনও নিখোঁজ ১০ জন। স্থানীয় নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় গুরুত্বপূর্ণ একটি সেতু ভেঙে ভেসে গেছে। ঝুঁকি এড়াতে সেখানকার কয়েক হাজার বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে। উড়িষ্যা অঙ্গরাজ্যে ৫০০ গ্রাম বন্যার কবলে রয়েছে। এতে প্রায় সাড়ে ৪ লাখ মানুষ পানিবন্দি। বৃষ্টিপাতে তলিয়ে গেছে অনেক ফসলি জমি। এখন পর্যন্ত ৪ জনের মত্যুর খবর পাওয়া গেছে রাজ্যটি থেকে।

রাজ্য সরকার ময়ূরভঞ্জ, কেন্দ্রপাড়া এবং বালাসোরসহ বেশ কয়েকটি জেলায় উদ্ধার ও ত্রাণ সদস্যদের মোতায়েন করেছে সরকার। প্লাবিত মহানদীতে শনিবার প্রবল স্রোতে একটি নৌকা ভেসে গেলে ৭০ জনকে উদ্ধার করা হয়েছে। ঝাড়খণ্ডের বেশ কয়েকটি জেলায় বহু গাছ ও বিদ্যুতের খুঁটি উপড়ে গেছে এবং নিচু এলাকা তলিয়ে গেছে। রাজ্য কর্মকর্তারা জানিয়েছেন, পশ্চিম সিংভূমে একটি মাটির বাড়ির দেয়াল ভেঙে চাপা পড়ে এক নারীর মৃত্যু হয়েছে।

বিজনেস বাংলাদেশ/হাবিব