০১:২০ অপরাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪

সাতকানিয়ার গারাংগিয়া বাজারে অগ্নিকাণ্ডে ৫টি দোকান পুড়ে ছাঁই

সাতকানিয়া উপজেলার ১৬নং সদর ইউনিয়নের শাহ মজিদিয়া রশিদিয়া গারাংগিয়া বাজারে মার্কেটের মধ্যে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ২৪ অক্টোবর সোমবার দুপুর ১২টা ২০ মিনিটের সময় আগুনের সূত্রপাত। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

জানা যায়, হারুনুর রশি সওদাগরের লেপতুশকের দোকানের বিদ্যুতের শর্ট-সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।এতে টিন সেটের ২টি ওষুধের ফার্মেসি, ১টি পাইপ ফিটিংস, হার্ডওয়ার, সেনেটারী,১টি লেপতুশকের, ১টি জুতা স্যান্ডেল,কসমেটিক্স,ওষুধ,গার্মেন্ট, স্টেশনারি পাঁচমিশালী দোকানসহ কয়েকটি বিভিন্ন প্রকারের গুদাম পুড়ে যায়।
আগুনে পুড়ে যাওয়া দোকান গুলো হল ডাঃ ওসমান গনির -দিদার মেডিকেল, এনাম সওদাগরের – এম এন এন্টারপ্রাইজ, মোঃ হারুন উর রশীদ এর রায়হান বেডিং হাউজ, গিয়াস উদ্দিন এর -গিয়াস উদ্দিন ডিপার্টমেন্ট ষ্টোর, মোহাম্মদ আলমগীর এর -আল মদিনা ফার্মেসী । উল্লেখ্য ,ক্ষয়ক্ষতির পরিমাণ বাজার কমিটির ভাষ্যমতে আনুমানিক ১ কোটি ২০ লক্ষ টাকা বলে ধারনা করা হচ্ছে।

বিজনেস বাংলাদেশ/ হাবিব

জনপ্রিয়

সাতকানিয়ার গারাংগিয়া বাজারে অগ্নিকাণ্ডে ৫টি দোকান পুড়ে ছাঁই

প্রকাশিত : ০৩:৪৮:১৮ অপরাহ্ন, সোমবার, ২৪ অক্টোবর ২০২২

সাতকানিয়া উপজেলার ১৬নং সদর ইউনিয়নের শাহ মজিদিয়া রশিদিয়া গারাংগিয়া বাজারে মার্কেটের মধ্যে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ২৪ অক্টোবর সোমবার দুপুর ১২টা ২০ মিনিটের সময় আগুনের সূত্রপাত। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

জানা যায়, হারুনুর রশি সওদাগরের লেপতুশকের দোকানের বিদ্যুতের শর্ট-সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।এতে টিন সেটের ২টি ওষুধের ফার্মেসি, ১টি পাইপ ফিটিংস, হার্ডওয়ার, সেনেটারী,১টি লেপতুশকের, ১টি জুতা স্যান্ডেল,কসমেটিক্স,ওষুধ,গার্মেন্ট, স্টেশনারি পাঁচমিশালী দোকানসহ কয়েকটি বিভিন্ন প্রকারের গুদাম পুড়ে যায়।
আগুনে পুড়ে যাওয়া দোকান গুলো হল ডাঃ ওসমান গনির -দিদার মেডিকেল, এনাম সওদাগরের – এম এন এন্টারপ্রাইজ, মোঃ হারুন উর রশীদ এর রায়হান বেডিং হাউজ, গিয়াস উদ্দিন এর -গিয়াস উদ্দিন ডিপার্টমেন্ট ষ্টোর, মোহাম্মদ আলমগীর এর -আল মদিনা ফার্মেসী । উল্লেখ্য ,ক্ষয়ক্ষতির পরিমাণ বাজার কমিটির ভাষ্যমতে আনুমানিক ১ কোটি ২০ লক্ষ টাকা বলে ধারনা করা হচ্ছে।

বিজনেস বাংলাদেশ/ হাবিব