১০:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪

আ. লীগের নেতা-কর্মীদের পদচারণায় সোহরাওয়ার্দী উদ্যান উৎসবমুখর

আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলন উপলক্ষে সারাদেশ থেকে হাজারো নেতা-কর্মীরা জড়ো হচ্ছেন সম্মেলনস্থল ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে। সম্মেলনের প্রথম অধিবেশন শনিবার, ২৪ ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় সোহরাওয়ার্দী উদ্যানে শুরু হওয়ার কথা থাকলেও সকাল ৭টার পর থেকেই আসতে শুরু করেছেন অনেকে। তাদের গায়ে রয়েছে লাল-সবুজ টিশার্ট আর মাথায় সাদা ক্যাপ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে সমাবেশে যোগ দিতে এসেছেন তারা।

শনিবার সকালে শাহবাগ, টিএসসি, দোয়েল চত্বরসহ সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশের এলাকাগুলোতে এমন চিত্র দেখা গেছে৷ ছোট ছোট মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ও কালীমন্দির গেট দিয়ে প্রবেশ করছেন তারা। সকাল ৭টায় সম্মেলনে ঢোকার গেট খুলে দেওয়া হয়েছে।এবারের সম্মেলন ঘিরে তৈরি করা হয়েছে ‘পদ্মা সেতুর ওপরে নৌকার’ আদলে মঞ্চ।

বিজনেস বাংলাদেশ/ হাবিব

 

জনপ্রিয়

গাজাজুড়ে ইসরায়েলের নৃশংস হামলা, নারী-শিশুসহ নিহত ২৮

আ. লীগের নেতা-কর্মীদের পদচারণায় সোহরাওয়ার্দী উদ্যান উৎসবমুখর

প্রকাশিত : ১০:৩৩:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ২৪ ডিসেম্বর ২০২২

আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলন উপলক্ষে সারাদেশ থেকে হাজারো নেতা-কর্মীরা জড়ো হচ্ছেন সম্মেলনস্থল ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে। সম্মেলনের প্রথম অধিবেশন শনিবার, ২৪ ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় সোহরাওয়ার্দী উদ্যানে শুরু হওয়ার কথা থাকলেও সকাল ৭টার পর থেকেই আসতে শুরু করেছেন অনেকে। তাদের গায়ে রয়েছে লাল-সবুজ টিশার্ট আর মাথায় সাদা ক্যাপ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে সমাবেশে যোগ দিতে এসেছেন তারা।

শনিবার সকালে শাহবাগ, টিএসসি, দোয়েল চত্বরসহ সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশের এলাকাগুলোতে এমন চিত্র দেখা গেছে৷ ছোট ছোট মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ও কালীমন্দির গেট দিয়ে প্রবেশ করছেন তারা। সকাল ৭টায় সম্মেলনে ঢোকার গেট খুলে দেওয়া হয়েছে।এবারের সম্মেলন ঘিরে তৈরি করা হয়েছে ‘পদ্মা সেতুর ওপরে নৌকার’ আদলে মঞ্চ।

বিজনেস বাংলাদেশ/ হাবিব