০৯:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪

পাবনায় বিএনপির বিশাল পদযাত্রা, আ.লীগের পাল্টা শান্তি সমাবেশ

নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, বেগম খালেদা জিয়ার মুক্তি, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য কমানো, দমনপীড়ন বন্ধসহ ১০ দফা দাবিতে যুগপৎ আন্দোলন অংশ হিসেবে বিশাল পদযাত্রা কর্মসূচি পালন করেছেন পাবনা জেলা বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। রবিবার, ২৫ ফেব্রুয়ারি দুপুর ১টার দিকে পাবনার গোপালপুর লাহিড়ীপাড়াস্থ জেলা বিএনপির কার্যালয় থেকে পদযাত্রাটি শুরু হয়। পদযাত্রাটি জজকোর্ট, পাবনা পৌরসভা হয়ে অনন্ত মোড়ে গিয়ে শেষ হয়।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শাহজাহান মিয়ার নেতৃত্বে পদযাত্রায় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন, জেলা বিএনপির সভাপতি হাবিবুর রহমান হাবিব, সদস্য সচিব এডভোকেট মাসুদ খন্দকার ও যুগ্ম-আহবায়ক নুর মোহাম্মদ মাসুম বগা প্রমুখ।

মিছিলে জেলা বিএনপি, পৌর বিএনপি, সকল উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন। নেতাকর্মীরা খালেদা জিয়ার মুক্তি, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি সংবলিত ব্যানার-প্লেকার্ড নিয়ে অংশগ্রহণ করেন। ‘মুক্তি মুক্তি মুক্তি চাই, খালেদা জিয়ার মুক্তি চাই’, ‘ভোট চোর ভোট চোর, শেখ হাসিনা ভোট চোর’, ‘এবার গুলি চালালে, আমরাও চালাবো’ ইত্যাদি স্লোগানে পুরো শহর মুখরিত করে তোলেন নেতাকর্মীরা।

পদযাত্রার পূর্বে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন শীর্ষ নেতারা। তারা বলেন, অবিলম্বে পদত্যাগ করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। নির্দলীয় নিরপেক্ষ ছাড়া ২০১৪ ও ২০১৮ সালের মত কোন নির্বাচন বাংলাদেশে আর হতে দেওয়া হবে না। ‌ বিএনপি’র সকল নেতাকর্মী রাজপথে ঐক্যবদ্ধ হয়ে এই সরকারের পতনের নিশ্চিত করবে।

এদিকে বিএনপির পদযাত্রা কর্মসূচি বিপরীতে পাল্টা শান্তি সমাবেশ করেছেন পাবনা জেলা আওয়ামী লীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। একই সময়ে পাবনা জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে আবদুল হামিদ রোডে অস্থায়ী মঞ্চ করে এই কর্মসূচি পালিত হয়। এর আগে জেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স। এছাড়াও বক্তব্য রাখেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নাদিরা ইয়াসমিন জলি, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বেলায়েত হোসেন বিল্লু ও যুগ্ম-সাধারণ সম্পাদক কামরুল হাসান মিন্টু প্রমুখ।

তারা বলেন, ‘আওয়ামী লীগের একজন কর্মী বেঁচে থাকতে বিএনপি-জামায়াতের কোনো ষড়যন্ত্র সফল হবে না। আগামী নির্বাচন সংবিধান অনুযায়ী অনুষ্ঠিত হবে। কোনো ষড়যন্ত্র সেই নির্বাচন বানচাল করতে পারবে না। আওয়ামী লীগের নেতাকর্মীরা রাজপথে ঐক্যবদ্ধভাবে সকল ষড়যন্ত্র নস্যাৎ করবে।

বিজনেস বাংলাদেশ/ হাবিব

ট্যাগ :
জনপ্রিয়

গাজাজুড়ে ইসরায়েলের নৃশংস হামলা, নারী-শিশুসহ নিহত ২৮

পাবনায় বিএনপির বিশাল পদযাত্রা, আ.লীগের পাল্টা শান্তি সমাবেশ

প্রকাশিত : ০৩:৩২:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৩

নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, বেগম খালেদা জিয়ার মুক্তি, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য কমানো, দমনপীড়ন বন্ধসহ ১০ দফা দাবিতে যুগপৎ আন্দোলন অংশ হিসেবে বিশাল পদযাত্রা কর্মসূচি পালন করেছেন পাবনা জেলা বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। রবিবার, ২৫ ফেব্রুয়ারি দুপুর ১টার দিকে পাবনার গোপালপুর লাহিড়ীপাড়াস্থ জেলা বিএনপির কার্যালয় থেকে পদযাত্রাটি শুরু হয়। পদযাত্রাটি জজকোর্ট, পাবনা পৌরসভা হয়ে অনন্ত মোড়ে গিয়ে শেষ হয়।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শাহজাহান মিয়ার নেতৃত্বে পদযাত্রায় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন, জেলা বিএনপির সভাপতি হাবিবুর রহমান হাবিব, সদস্য সচিব এডভোকেট মাসুদ খন্দকার ও যুগ্ম-আহবায়ক নুর মোহাম্মদ মাসুম বগা প্রমুখ।

মিছিলে জেলা বিএনপি, পৌর বিএনপি, সকল উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন। নেতাকর্মীরা খালেদা জিয়ার মুক্তি, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি সংবলিত ব্যানার-প্লেকার্ড নিয়ে অংশগ্রহণ করেন। ‘মুক্তি মুক্তি মুক্তি চাই, খালেদা জিয়ার মুক্তি চাই’, ‘ভোট চোর ভোট চোর, শেখ হাসিনা ভোট চোর’, ‘এবার গুলি চালালে, আমরাও চালাবো’ ইত্যাদি স্লোগানে পুরো শহর মুখরিত করে তোলেন নেতাকর্মীরা।

পদযাত্রার পূর্বে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন শীর্ষ নেতারা। তারা বলেন, অবিলম্বে পদত্যাগ করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। নির্দলীয় নিরপেক্ষ ছাড়া ২০১৪ ও ২০১৮ সালের মত কোন নির্বাচন বাংলাদেশে আর হতে দেওয়া হবে না। ‌ বিএনপি’র সকল নেতাকর্মী রাজপথে ঐক্যবদ্ধ হয়ে এই সরকারের পতনের নিশ্চিত করবে।

এদিকে বিএনপির পদযাত্রা কর্মসূচি বিপরীতে পাল্টা শান্তি সমাবেশ করেছেন পাবনা জেলা আওয়ামী লীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। একই সময়ে পাবনা জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে আবদুল হামিদ রোডে অস্থায়ী মঞ্চ করে এই কর্মসূচি পালিত হয়। এর আগে জেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স। এছাড়াও বক্তব্য রাখেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নাদিরা ইয়াসমিন জলি, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বেলায়েত হোসেন বিল্লু ও যুগ্ম-সাধারণ সম্পাদক কামরুল হাসান মিন্টু প্রমুখ।

তারা বলেন, ‘আওয়ামী লীগের একজন কর্মী বেঁচে থাকতে বিএনপি-জামায়াতের কোনো ষড়যন্ত্র সফল হবে না। আগামী নির্বাচন সংবিধান অনুযায়ী অনুষ্ঠিত হবে। কোনো ষড়যন্ত্র সেই নির্বাচন বানচাল করতে পারবে না। আওয়ামী লীগের নেতাকর্মীরা রাজপথে ঐক্যবদ্ধভাবে সকল ষড়যন্ত্র নস্যাৎ করবে।

বিজনেস বাংলাদেশ/ হাবিব